বিষয়বস্তুতে চলুন

দৃষ্টিবাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দৃষ্টিবাদ হলো জৈনধর্মের বিলুপ্ত পৌরাণিক গ্রন্থ।[১] এটি শ্বেতাম্বর ঐতিহ্য অনুসারে ১২টি জৈন আগমের মধ্যে শেষ, যা মহাবীর প্রবর্তিত এবং গণধর সুধর্মস্বামী দ্বারা রচিত বলে অনুমান করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

ঐতিহ্যগতভাবে গ্রন্থটিতে চতুর্দশ পুর্বের সম্পূর্ণ জ্ঞান রয়েছে। যাইহোক, এর বিষয়বস্তু নন্দীসমবয়াঙ্গ সূত্রে উল্লেখ ও ব্যাখ্যা করা হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

বিষয়বস্তু[সম্পাদনা]

দৃষ্টিবাদ পাঁচটি ভাগে বিভক্ত ছিল:[তথ্যসূত্র প্রয়োজন]

  1. পরিক্রমা: জৈন গণনা বিজ্ঞান সম্বলিত
  2. সূত্র: ধর্ম ও আখ্যান সম্পর্কে আলোচনা রয়েছে
  3. পুর্বানুযোগ: পুরাণ আখ্যান, ধর্মীয় জীবনী এবং দৃষ্টান্তমূলক কাহিনী সম্বলিত
  4. পুর্বগত: চৌদ্দটি উপবিভাগ সহ, যেখানে জৈন মতবাদ ও নীতি সম্পর্কে আলোচনা রয়েছে
  5. চুলিকা: মহাবীরের পুর্বসমূহের জ্ঞান যা শুধুমাত্র মৌখিক আকারে সংরক্ষিত ছিল

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dundas, Paul (২ সেপ্টেম্বর ২০০৩)। The Jains (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা 68–69। আইএসবিএন 978-1-134-50165-6