বিষয়বস্তুতে চলুন

ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ত্রিপুরা পশ্চিম
TR-1
লোকসভা কেন্দ্র
মানচিত্র
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যত্রিপুরা
বিধানসভা নির্বাচনী এলাকা৩০: সিমনা , ​​মোহনপুর , বামুটিয়া , বরজালা , খয়েরপুর , আগরতলা , রামনগর , টাউন বর্দোয়ালি , বনমালিপুর , মজলিশপুর , মান্দাইবাজার , টাকরজালা , প্রতাপগড় , বাধড়ঘাট , কমলাসাগর , বিশালগড় , চরলমণি , চরলমণি সোনামুড়া , ধনপুর , বাগমা​​​​​ , রাধাকিশোরপুর , মাতারবাড়ি , কাকরাবন-শালগড় , রাজনগর , বেলোনিয়া ও শান্তিরবাজার
প্রতিষ্ঠিত১৯৫২
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
দলভারতীয় জনতা পার্টি
নির্বাচিত বছর২০২৪

ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্র ত্রিপুরা রাজ্যের ২ টি লোকসভা কেন্দ্রের একটি। ১৯৫২ সালে লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয় এবং মোট ৩০ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই লোকসভা কেন্দ্রের সদর দফতর আগরতলা শহরে অবস্থিত।

বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি ৩০ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[১] এই বিধানসভা কেন্দ্রগুলি ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য ত্রিপুরার বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিধানসভা কেন্দ্রগুলি হল-

ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭ টি বিধানসভা কেন্দ্র তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত। এই ৭ টি কেন্দ্র হল - সিমনা বিধানসভা কেন্দ্র, মান্ডাইবাজার বিধানসভা কেন্দ্র, টাকরজালা বিধানসভা কেন্দ্র, গোলাঘাটি বিধানসভা কেন্দ্র, চরিলাম বিধানসভা কেন্দ্র, বাগমা বিধানসভা কেন্দ্র ও শান্তিবাজার বিধানসভা কেন্দ্র। এছাড়া লোকসভা কেন্দ্রের ৫ টি কেন্দ্র তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

সংসদ সদস্য[সম্পাদনা]

বছর সদস্য পার্টি
১৯৫২ বীরেন্দ্র চন্দ্র দত্ত ভারতের কমিউনিস্ট পার্টি
১৯৫৭ বংশী দেব বর্মা ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৬২ বীরেন্দ্র চন্দ্র দত্ত ভারতের কমিউনিস্ট পার্টি
১৯৬৭ জে কে চৌধুরী ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৭১ বীরেন্দ্র চন্দ্র দত্ত ভারতের কমিউনিস্ট পার্টি
১০৭৭ শচীন্দ্র লাল সিং জনতা পার্টি
১৯৮০ অজয় বিশ্বাস ভারতের কমিউনিস্ট পার্টি
১৯৮৪
১৯৮৯ সন্তোষ মোহন দেব ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯১
১৯৯৬ বাদল চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি
১৯৯৮ সমর চৌধুরী
১৯৯৯
২০০২^ খগেন দাস
২০০৪
২০০৯
২০১৪ শঙ্কর প্রসাদ দত্ত
২০১৯ প্রতিমা ভৌমিক[২] ভারতীয় জনতা পার্টি
২০২৪ বিপ্লব কুমার দেব

^পোল দ্বারা

নির্বাচনের ফলাফল[সম্পাদনা]

সাধারণ নির্বাচন ২০২৪[সম্পাদনা]

সাধারণ নির্বাচন, ২০২৪: ত্রিপুরা পশ্চিম
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি বিপ্লব কুমার দেব ৮৮১৩৪১ ৭২.৮৫
কংগ্রেস আশীষ কুমার সাহা ২,৬৯,৭৬৩ ২২.৩
None of the above নোটা ১৪,৬১২ ১.২১
সংখ্যাগরিষ্ঠতা ৬,১১,৫৭৮ ৫০.৫৫
ভোটার উপস্থিতি ১১,৯২,৪৩৫[ক] ৮১.৪৮ হ্রাস০.৪৫
নিবন্ধিত ভোটার ১৪,৬৩,৫২৬
BJP নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং
  1. does not include postal ballots

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. does not include postal ballots
  2. "Tripura West(Tripura) Lok Sabha Election Results 2019 - Parliamentary Constituencies, Winning MP and Party Name"www.elections.in। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]