বিষয়বস্তুতে চলুন

ডিপ ডিকার্বোনাইজেশন পাথওয়েজ প্রজেক্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডিপ ডিকার্বোনাইজেশন পাথওয়েজ প্রজেক্ট
সংক্ষেপেডিডিপিপি
গঠিতঅক্টোবর ২০১৩ (১০ বছর আগে) (2013-10)
উদ্দেশ্যদেশভিত্তিক গবেষণার মাধ্যমে গ্রীনহাউস গ্যাস নিঃসরণ কমানো[১]
সদরদপ্তর২৭ রু সেন্ট গুলাম,৭৫৩৩৭ প্যারিস সেডেক্স ০৭,ফ্রান্স
মূল ব্যক্তিত্ব
টেরেসা রিবেরা, জেফরি স্যাকস, মাইকেল কলম্বিয়ার, গুডো স্কিম্ড-ট্রব, জিম উইলিয়ামস,হেনরি ওয়েসমান ,লরা ‍সেগাফ্রেডো ,রবার্টা পিয়ারফেডেরিচি , লেনা স্পিনাজ্জি
ওয়েবসাইটডিপডিকার্বোনাইজেশন.org

ডিপ ডিকার্বোনাইজেশন পাথওয়েজ প্রজেক্ট(ডিডিপিপি) হচ্ছে ২০১৩ সালের অক্টোবর গঠিত একটি বিশ্ব কনসোর্টিয়াম যা বৈশ্বিক উষ্ণায়নের জন্য তাপমাত্রার বৃদ্ধি ২ ডিগ্রী বা তার কম রাখার জন্য গবেষণা করে।[২][৩] ডিডিপি এর মূললক্ষ্য টেকসই শক্তি ব্যবস্থা যেখানে অর্থনীতির অন্যান্য খাত যেমনঃ কৃষি,জমির ব্যবহার কৃষি,জমির ব্যবহার এগুলি বিবেচ্য নয়।

পদ্ধতি[সম্পাদনা]

বর্তমান পরিস্থিতি গবেষণা করে দেখা যায় সংস্কৃতি এবং প্রযুক্তির ব্যবহারে তেমন কোনো পার্থক্য দেখা যায়না।তারা উন্নতি দেশগুলির জীবনযাত্রায় তেমন কোনো পরিবর্তন দেখতে পায়না এবং তারা কোনো নতুন প্রযুক্তি যেমন নিউক্লিয় ফিশন তাদের জীবনে অন্তর্ভুক্ত করেনা। গড় বছর প্রতি জনসংখ্যা বৃদ্ধি ১% এবং অর্থনৈতিক বৃদ্ধি ৩% ধরা হয় এবং গবেষণায় আরো দেখা যায় শক্তির জন্য উন্নত প্রযুক্তির জন্য আরো গবেষণা দরকার।[৩]

ডিডিপিপি জলবায়ু রক্ষায় বৃদ্ধিকর প্রস্তাব বাতিল করে।বরং জলবায়ু পরিবর্তন প্রশমন চ্যালেঞ্জ (২০১৫ প্যারিস চুক্তি অনুযায়ী)পূরণ করার জন্য আরো প্রয়োজনীয় আকর্ষক দরকার যেমন ডিকার্বোনাইজেশন।এই পদ্ধতি দীর্ঘস্থায়ী লক্ষ পূরণের জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে।যদিও প্রত্যেকটি দেশে অসংখ্য ডিকার্বোনাইজেশন পাথওয়েজ রয়েছে এবং নীতি প্রণয়নকারীদের প্রয়োজনীয় রাজনৈতিক নীতিমালা নির্মাণ করতে হবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য।ডিডিপি অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে স্বল্পমেয়াদি নিঃসরণ কমালেও দীর্ঘমেয়াদি ডিপ ডিকার্বোনাইজেশন বন্ধ করে দেয় যা আবার অসহায় অবস্থায় পড়ার ঝুঁকি কমায়।[৪]

২০১৬ সালে ১৬ টি দেশের অংশগ্রহণে ডিপ ডেভলপমেন্ট পাথওয়েজ(ডিডিপি) বাস্তবায়নের জন্য একটি সিদ্ধান্ত কাঠামো গঠন করে।এখানে মডেলিং প্রজাতির কথা বলা হয় যার উদ্দেশ্য ছিল ”স্বচ্ছতা, যোগাযোগ এবং নীতি বাস্তবায়ন।”[৫]:S২৭

ফলাফল[সম্পাদনা]

ডিডিপিপি গবেষণায় দেখা যায় তাপমাত্রা ২ডিগ্রীবা তার নিচে নামানো সম্ভব যদি বিদ্যমান প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করা হয় কিন্তু বাস্তবে তা হয়না।[৩]

২০১৬ সালে বিশ্বের ৭৪% গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশের শক্তি গবেষক এবং প্রতিষ্ঠান নিয়ে ডিডিপিপি গঠিত হয়: অস্ট্রেলিয়া, ব্রাজিল,কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া,ইতালি,জাপান, মেক্সিকো, রাশিয়া,সাউথ আফ্রিকা,সাউথ কোরিয়া,আমেরিকা এবং লন্ডন।[৬][৭] ২০১৫ সালের বিশ্বের বিভিন্ন দেশের রিপোর্ট ডাউনলোড করা যাবে।বিভিন্ন দেশের পরিশীলিত রিও অনুযায়ী মডেলিং পরিবর্তন হয়।কিছু দেশ জমির ব্যবহারে পরিবর্তন,জিডিপি তে পরিবর্তন,উন্নয়ন এবং অর্থনৈতিক কাঠামোতে পরিবর্তন দেখতে পায় আবার কিছু কিছু দেশে পরিবর্তন নেই।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About the Deep Decarbonization Pathways Project (DDPP)"। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-২১ 
  2. "DDPP"deepdecarbonization.org। Deep Decarbonization Pathways Project। সংগ্রহের তারিখ ২০১৫-১২-০১The Deep Decarbonization Pathways Project (DDPP) is a global collaboration of energy research teams charting practical pathways to deeply reducing greenhouse gas emissions in their own countries. It is predicated on taking seriously what is needed to limit global warming to 2°C or less. 
  3. Gillis, Justin (১ ডিসেম্বর ২০১৫)। "A Path Beyond the Paris Climate Change Conference"The New York Times। সংগ্রহের তারিখ ২০১৫-১২-০১Dr. Sachs helped start what is perhaps the most serious effort to draw up a detailed road map for the energy transition: the Deep Decarbonization Pathways Project, based in Paris and New York. Over the past couple of years, the effort enlisted teams from 16 countries, which account for the large majority of global emissions, to devise such plans. 
  4. Bataille, Chris; Waisman, Henri; Colombier, Michel; Segafredo, Laura; Williams, Jim (২০১৬)। "The Deep Decarbonization Pathways Project (DDPP): insights and emerging issues — Editorial"। Climate Policy16 (S1): S1–S6। ডিওআই:10.1080/14693062.2016.1179620অবাধে প্রবেশযোগ্য  The PDF is open access.
  5. Pye, Steve; Bataille, Chris (২০১৬)। "Improving deep decarbonization modelling capacity for developed and developing country contexts" (পিডিএফ)Climate Policy16 (S1): S27–S46। ডিওআই:10.1080/14693062.2016.1173004 
  6. "Synthesis reports by the DDPP"। ২০১৬-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-২১ 
  7. "Countries inside the Deep Decarbonization Pathways Project"। ২০১৬-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-২১ 

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]