টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১৫ মে ২০২৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


এই রঞ্জিত কাঁচের জানালাটির শিরোনামের অনুবাদ "বিবাহিত দম্পতিদের জন্য নকশা"। নেসেলভেঙ্গলে, অস্ট্রিয়ায় অবস্থিত মেরির আহরণের গির্জার এই জানালায় দেখা যায় দুই সন্ত, যারা হলেন দম্পতি, মারিয়া তরিবিয়া ও ইজিডোর দ্য ফার্মার। আজ তাদের ভোজন দিবস।