বিষয়বস্তুতে চলুন

জেনিথ ইরফান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিজের মোটর-সাইকেলে জেনিথ ইরফান

জেনিথ ইরফান হচ্ছেন পাকিস্তানের প্রথম নারী মোটর-সাইকেল চালক যিনি সমগ্র পাকিস্তান ঘুরেছেন তার মোটর সাইকেল চালিয়ে।[১] তার বাবা মোটর-সাইকেল চালিয়ে সারা বিশ্ব ঘোরার স্বপ্ন দেখতেন কিন্তু তার বাবা যখন ৩৪ বছর বয়সে মারা যান তখন জেনিথ বড়ো হয়ে মোটর-সাইকেল চালানোর সিদ্ধান্ত নেন।[২] জেনিথ নিজেই বলেছিলেন, যে তিনি তার বাবার স্মৃতির উদ্দেশ্যর প্রতি নিবেদিত কর্ম হিসেবে মোটর-সাইকেল চালানো শুরু করেন; পাকিস্তানে মোটর-সাইকেল চালানো শুধু পুরুষের কাজ হলেও জেনিথ নারী হিসেবে সেই দক্ষতা দেখাতে সক্ষম হয়েছেন, তিনি সামাজিক রক্ষণশীলতাকে উপেক্ষা করেছেন।

কর্মজীবন[সম্পাদনা]

২০১৩ সালের জেনিথের কনিষ্ঠ ভাই সুলতান একটি মোটর-সাইকেল কেনেন এবং জেনিথ তার ভাইয়ের কাছ থেকে মোটর-সাইকেল শেখা শুরু করে দেন তাদের নিজের শহরে।[৩] মোটর-সাইকেল চালানোর মৌলিক প্রশিক্ষণ জেনিথ তার ভাইয়ের কাছ থেকে শিখেছিলেন।

২০১৫ সালের আগস্টে জেনিথ লাহোর থেকে ৩,২০০ কিলোমিটার ভ্রমণ করে পাকিস্তানের উত্তরাঞ্চলে চলে যান, অনেকটা চীন সীমান্ত ধরে ফেলেন তিনি।[৪] পাকিস্তানে সমাজে নারীদের সাহস নিয়ে মোটর-সাইকেল চালানোটা জেনিথই প্রথম শুরু করেন। পাকিস্তানে সমাজে জেনিথকেই প্রথম নারী ধরা হয় যিনি মোটর-সাইকেল চালিয়ে অনেক দূর গিয়েছেন নিজে একা।[৩][৫] তিনি খাইবার পাখতুনখোয়া এবং গিলগিত বালতিস্তানে ২০,০০০ কিলোমিটার ভ্রমণ করেন।

চলচ্চিত্র[সম্পাদনা]

জেনিথের জীবন নিয়ে একটি চলচ্চিত্র বের হয় যার নাম হচ্ছে মোটরসাইকেল গার্ল (২০১৮)। চলচ্চিত্রটিতে সোহাই আলি আব্রো জেনিথের চরিত্রে অভিনয় করেন। জেনিথ চলচ্চিত্রটি নির্মিত হতে দেখে খুবই খুশী হয়েছিলেন।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ali, Halima। "Her motorcycle diaries: Pakistani woman's boundary-breaking journey"CNN। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. Diwan, Maliha। "Footprints: Ridin' down the highway"DAWN। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. Stein, Lucia। "Pakistan's female biker"ABC। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "Uncovered! Madhya Pradesh's Bollywood Connection"। The Quint। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. Mustefa, Zab। "Meet the Female Motorcyclist Riding Solo Across Pakistan"। Broadly। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮ 
  6. "Zenith Irfan says Motorcycle Girl is about more than just traveling"The News International। ১৮ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৮