জিল্যান্ডস-পোস্টেন মুহাম্মাদ কার্টুন বিতর্ক সম্পর্কে মতামত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই পাতায় জিল্যান্ডস-পোস্টেন মুহাম্মদ কার্টুন বিতর্ক নিয়ে সরকারী প্রতিনিধি বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বাইরে থেকে সংগৃহীত বিভিন্ন মতামত রয়েছে ("আন্তর্জাতিক প্রতিক্রিয়া" অংশটি দেখতে মূল পাতায় যান - Jyllands-Posten Muhammad cartoons controversy)। এই বিতর্কের ধারণা ও বিস্তারিত ব্যাখ্যার জন্য অনুগ্রহ করে মূল পাতাটি দেখুন।

জরিপ[সম্পাদনা]

ডেনমার্কের জাতীয় সম্প্রচার সংস্থা ড্যানমার্ক রেডিওর হয়ে এপিনিয়ন কর্তৃক পরিচালিত ২০০৬ সালের ২৯শে জানুয়ারি তারিখের একটি জরিপে দেখা যায় যে, জরিপে অংশ নেয়া ৫৭৯ জন ডেনিশ নাগরিকের মধ্যে ৭৯% মনে করেন যে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়া উচিত নয়।  এদের মধ্যে ৪৮% উল্লেখ করেন এটি সংবাদপত্রের স্বাধীনতায় রাজনৈতিক হস্তক্ষেপ হবে, এবং ৪৪% মনে করেন বিতর্ক নিরসনের জন্য প্রধানমন্ত্রীকে আরো বেশি চেষ্টা করা উচিত। জরিপে অংশগ্রহণকারীদের ৬২% মনে করেন যে সংবাদপত্র Jyllands-Posten এরও ক্ষমা চাওয়া উচিত নয়। ৫৮% মনে করেন যে, Jyllands-Posten কার্টুনগুলো প্রকাশ করার অধিকার রাখলেও, তারা মুসলিম সমালোचना বুঝতে পারেন।[১]

২০০৬ সালের ৩রা ফেব্রুয়ারিতে ড্যানমার্ক রেডিওর জন্য এপিনিয়ন দ্বারা পরিচালিত আরেকটি জরিপে ৫০৯ জনকে জিজ্ঞাসা করা হয়েছিল, "গত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনাগুলো বিবেচনা করে, Jyllands-Posten কি কার্টুনগুলো প্রকাশ করা উচিত ছিল?"। এদের মধ্যে ৪৭% উত্তর দেন যে, কার্টুনগুলো প্রকাশ করা উচিত ছিল না, ৪৬% বিপরীত অভিমত পোষণ করেন এবং বাকি  ৭% কোন অবস্থান নিতে পারেননি।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Epinion: Ingen skal undskylde Muhammed tegninger" (ডেনীয় ভাষায়)। Danmarks Radio। ২৮ জানুয়ারি ২০০৬। 
  2. "Delte holdninger til JP's tegninger" (ডেনীয় ভাষায়)। Danmarks Radio। ৪ ফেব্রুয়ারি ২০০৬। ২০০৬-০২-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০২-০৮