বিষয়বস্তুতে চলুন

জান কোরবান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জান কোরবান
জান কোরবান চলচ্চিত্রের পোস্টার
পরিচালকএম বি মানিক
প্রযোজকমনির ও কামাল
চিত্রনাট্যকারএম বি মানিক
কাহিনিকারকাসেম আলী দুলাল
শ্রেষ্ঠাংশে
সুরকারআলী আকরাম শুভ
চিত্রগ্রাহকআসাদুজ্জামান মজনু
সম্পাদকজিন্নাত হোসেন জিন্নাত
পরিবেশকফাইভ স্টার মুভিজ
মুক্তি
  • ৩১ আগস্ট ২০১১ (2011-08-31)
স্থিতিকাল১৫৭ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

জান কোরবান[১][২] হচ্ছে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মারপিটধর্মী-রোমান্টিক চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এম বি মানিক ও ফাইভ স্টার মুভিজের ব্যানারে প্রযোজনা করেছেন মেহদী হাসান সিদ্দিকী মনির। চলচ্চিত্রটিতে মূখ্য ভূমিকা অভিনয় করেছেন বাংলাদেশী সুপারস্টার শাকিব খানঅপু বিশ্বাস। এতে অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন আলীরাজ, নূতন, আফজাল শরীফ, ইলিয়াস কোবরা, রেবেকা রউফ, হারুন কিসিঞ্জার, শিবা শানু ও মিশা সওদাগর সহ আরও অনেকে।[৩] চলচ্চিত্রটি ২০১১ সালের ৩১ আগস্ট ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে মুক্তি পায়।

অভিনয়[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ[৫] সাথী পেয়েছে এ জীবন লিরিকি[৬]

সঙ্গীত তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামশিল্পী(রা)দৈর্ঘ্য
১."এসোনা বাচিঁ এক সাথে দুজন"এস আই টুটুল৪:১০
২."হে বেবি, হে বেবি"এস আই টুটুল ও ডিজে৩:৫৯
৩."কারো প্রেমে পড়লাম না রে"ডলি সায়ন্তনী৪:১১
৪."মনের ভিতর বাক বাক বাকুম"এস আই টুটুলকনক চাঁপা৩:৫৯
৫."সাথী পেয়েছে এ জীবন"এন্ড্রু কিশোরসাবিনা ইয়াসমিন৪:১১
মোট দৈর্ঘ্য:২০:৩০ মিনিট

তথ্যসূত্র[সম্পাদনা]