জন ক্রিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাপ্তরিক প্রতিকৃতি, ২০১৯

জন রবার্ট ক্রাইয়ার (জন্ম ১১ এপ্রিল ১৯৬৪) একজন ব্রিটিশ রাজনীতিবিদ যিনি ২০১০ সাল থেকে লেটন এবং ওয়ানস্টেডের সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] লেবার পার্টির একজন সদস্য, তিনি পূর্বে ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত হর্নচার্চের এমপি ছিলেন। ক্রিয়ার ২০১৫ সাল থেকে সংসদীয় লেবার পার্টির চেয়ারম্যান ছিলেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ক্রিয়ারের দ্বিতীয় স্ত্রী হলেন এলি রিভস, লুইশাম ওয়েস্ট এবং পেঙ্গের লেবার এমপি, যার বোন রাচেল রিভস, তিনিও একজন লেবার এমপি।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Election 2010: Leyton and Wanstead"BBC News। ২৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১০ 
  2. Greatrex, Jonny (২৬ আগস্ট ২০১২)। "MP Tom Watson finds new love after break up of marriage"Birmingham Mail। ১৪ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।