চৌকিবাড়ী ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চৌকিবাড়ী ইউনিয়ন
ইউনিয়ন
৮ নং চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাধুনট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানহাসানুল করিম পুটু (স্বতন্ত্র প্রার্থী)
আয়তন
 • মোট২৯.৫৩ বর্গকিমি (১১.৪০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৫,৪৫৩
 • জনঘনত্ব৮৬০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট১৯.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

চৌকিবাড়ী ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার ধুনট উপজেলার একটি ইউনিয়ন।[১]

অবস্থান[সম্পাদনা]

ধুনট উপজেলা সদর থেকে ৬ কিমি দক্ষিণে চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের অবস্থান।

যোগাযোগ[সম্পাদনা]

ঢাকা-বগুড়া মহাসড়ক এর মাধ্যমে ধুনটমোড় হয়ে চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদে আসা যায়। এছাড়াও চান্দাইকোনা বগুড়া বাজার থেকে মথুরাপুর বাজার হয়ে চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ আসা যায়।

আয়তন[সম্পাদনা]

এই ইউনিয়নের মোট আয়তন ২৯.৫৩ বর্গকিলোমিটার।

ইতিহাস[সম্পাদনা]

জনসংখ্যা[সম্পাদনা]

১৯৯১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,৪৫৩ জন।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

চৌকিবাড়ী ইউনিয়ন ৩২টি গ্রাম ও ১৫টি মৌজা নিয়ে গঠিত।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

এই ইউনিয়নের সাক্ষরতার হার ১৯.৮% এখানে ২টি কলেজ, ১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৫টি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ৫টি উচ্চ বিদ্যালয় রয়েছে। [২] বিশ্বহরিগাছা বাজার,পেঁচিবাড়ি বাজার,ভূবনগাতী বাজার,পাঁচথুপি বাজার ইত্যাদি

জনপ্রতিনিধি[সম্পাদনা]

ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাসানুল করিম পুটু।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • বাঙ্গালী নদী
  • ইছামতী নদী
  • ফড়িংহাটা খাল
  • আসিফ ইকবাল সানি পার্ক

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "চৌকিবাড়ী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। 
  2. "শিক্ষা প্রতিষ্ঠান"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।