চাঁচড়া জমিদার বাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চাঁচড়া জমিদার বাড়ি
বিকল্প নামচাঁচড়া রাজবাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানযশোর সদর উপজেলা
শহরযশোর সদর উপজেলা, যশোর জেলা
দেশবাংলাদেশ
খোলা হয়েছে১৭০০ কিংবা ১৮০০ শতকে
স্বত্বাধিকারীঅজানা
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

চাঁচড়া জমিদার বাড়ি বাংলাদেশ এর যশোর জেলার যশোর সদর উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটিকে চাঁচড়া রাজবাড়িও বলা হয়ে থাকে। [১]

ইতিহাস[সম্পাদনা]

আনুমানিক ১৭০০ কিংবা ১৮০০ শতকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে। তবে জমিদার বংশ ও বাড়ির গোড়াপত্তনকারী সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই জমিদার বংশের একজন জমিদার প্রতাপাদিত্যের কথা ইতিহাসে পাওয়া যায়। তিনি তার জমিদারী আমলে খুবই প্রভাবশালী একজন জমিদার ছিলেন। তার জমিদারী আমলে এই জমিদার বাড়ির বিভিন্ন স্থাপনাগুলি তৈরি করা হয়। বিশেষ করে মন্দিরগুলো।

অবকাঠামো[সম্পাদনা]

বর্তমান অবস্থা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "চাঁচড়া রাজবাড়ি ও মন্দির!"। ২৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০