চন্দু মন্দেতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চন্দু মন্দেতি
জন্ম
ভেমুলুরু, অন্ধ্রপ্রদেশ, ভারত
জাতীয়তাভারতীয়
পেশা
  • চলচ্চিত্র পরিচালক
  • চিত্রনাট্যকার
দাম্পত্য সঙ্গীসুজাতা
সন্তান

চন্দু মন্ডেতি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার, যিনি তেলুগু ভাষী সিনেমাতে কাজ করেন। তিনি কার্তিকেয়, প্রেমাম, ব্লাডি মেরি এবং কার্তিকেয় ২ এর মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন। কার্তিকেয় চলচ্চিত্রে তার কাজের জন্য, তিনি ৬২তম ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ এবং ১ম আইফা উৎসব পুরস্কারে তিনি "সেরা পরিচালক - তেলেগু"-এ মনোনীত হন।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

বছর চলচ্চিত্র পরিচালক রচয়িতা টীকা সূত্র
২০১৪ কার্তিকেয় হ্যাঁ হ্যাঁ চলচ্চিত্র পরিচালনায় আত্মপ্রকাশ
২০১৫ সূর্য ভার্সেস সূর্য না হ্যাঁ সংলাপ
২০১৬ প্রেমাম হ্যাঁ হ্যাঁ একই নামের মালয়ালম চলচ্চিত্রের রিমেক, চিত্রনাট্য লিখেছেন [১]
২০১৮ কিরাক পার্টি না হ্যাঁ একই নামের কন্নড় চলচ্চিত্রের রিমেক, সংলাপ লিখছেন [২]
সব্যসাচী হ্যাঁ হ্যাঁ [৩]
২০২২ ব্লাডি মেরি হ্যাঁ না আহা তে মুক্তি
কার্তিকেয় ২ হ্যাঁ হ্যাঁ
২০২৪ কার্তিকেয় ৩ হ্যাঁ হ্যাঁ

পুরস্কার এবং মনোনীত[সম্পাদনা]

বছর পুরস্কার বিভাগ কাজ ফলাফল
২০১৫ ৬২তম ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ সেরা পরিচালক – তেলুগু কার্তিকেয় মনোনীত
৪র্থ দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার সেরা অভিষেক পরিচালক – তেলুগু মনোনীত
২০১৬ ১ম আইফা উৎসবম সেরা পরিচালনা মনোনীত

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'Premam' made me a responsible filmmaker: Chandoo Mondeti"Business Standard India। ২০১৬-১০-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৭ 
  2. "Nikhil's Kirrak Party First Look Poster Talk"The Hans India। ২ ডিসেম্বর ২০১৭। 
  3. "'Savyasachi is shaping up so well': Director Chandoo Mondeti"The News Minute। ২০১৮-০৫-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৭