গোলাম মোস্তফা ভাট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গোলাম মোস্তফা ভাট (হিন্দি: ग़ुलाम मुस्तफ़ा भट) জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স সিনিয়র নেতা এবং শ্রীনগর পৌর কর্পোরেশনের মেয়র ছিলেন। তিনি দুই বছরের জন্য এসএমসির মেয়র ছিলেন এবং জম্মু ও কাশ্মীর রাজ্য সরকারের ডেপুটি অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন। [১][২][৩][৪]

২০০৫ সালে ৫০ বছর বয়সে তিনি শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে মারা যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Senior NC leader Ghulam Mustafa Bhat passes away"hindustantimes.com। Hindustan Times। 
  2. "Senior NC leader Ghulam Mustafa Bhat passes away"indianexpress.com। Indian Express। 
  3. "Bhat re-elected Mayor"The Tribune। The Tribune Trust। ৩০ মার্চ ২০০৬। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-১৪ 
  4. "Ghulam Mustafa Bhat elected first mayor of Srinagar"rediff.com। Rerediff.com।