গাউমি সালাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ޤައުމީ ސަލާމް
গ্বাওমী সালাম
বাংলা: কওমী সালাম

 মালদ্বীপ-এর কওমী সঙ্গীত
কথামুহাম্মাদ জামিল দিদি, ১৯৪৮
সুরপণ্ডিত অমরদেব, ১৯৭২
গ্রহণের তারিখ২০১৯
সঙ্গীতের নমুনা
noicon

"গাউমি সালাম" ( ধিবেহী: ޤައުމީ ސަލާމް; কওমী সালাম) মালদ্বীপের বর্তমান জাতীয় সংগীত । ১৯৪৮ সালে গানের কথা মুহাম্মদ জামিল দিদি লিখেছেন এবং সুরটি ১৯৭২ সালে [১] শ্রীলঙ্কার প্রবীণ পণ্ডিত অমরাদেব রচনা করেছিলেন। [১][২] "গাউমি সালাম" কওমী ইত্তেহাদ , মুলুকের ঈমানী চেতনা, ঐতিহাসিক লড়াইয়ের বিজয় এবং কওমের হেফাজতকারী বাহাদুরদের শ্রদ্ধার এলান প্রদান করে। যে নেতারা তাদের জিম্মাদারী পালন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি মুলুকের আরও উন্নতি কামনা করে।

ইতিহাস[সম্পাদনা]

১৯৪৮ সাল পর্যন্ত "সালামেঠি" নামে একটি গানের সুর একটি রাজকীয় ব্যান্ড কর্তৃক সুলতানের বাসভবন ইথেরেকাইলুতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে পরিবেশিত হতো। এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই সালামাথির একটি নয়া সুরের সাথে গানের দরকার। গানের কথা লিখেছেন এক তরুণ কবি এবং পরবর্তীতে প্রধান বিচারপতি মোহাম্মদ জামিল দিদি।

জামিল দিদি সেই সময়কার উর্দু কবিতার প্রভাবকে সামনে রেখে নতুন "সালামেঠি"-র জন্য কথা লিখেছিলেন। এর পাাশাপাশি তিনি এর শৈলী ঘনিষ্ঠভাবে অনুকরণ করেছিলেন এবং আরবি থেকে ধার করা লফজগুলি দিয়ে তাঁর লেখাও সাজিয়েছিলেন। বাদে, জামাল দিদি তাঁর কবিতাটির সুরের জন্য তালাশ করতে শুরু করলেন। হঠাৎ তিনি তাঁর মামার ঘড়িতে দুপুরের চিম ( আউল্ড ল্যাং সাইন ) শুনেন এবং তা পছন্দ করেন। সুরটি গানের জন্য কবুল করেছিলেন এবং নয়া "সালামাথি" সম্পূর্ণ হয়েছিল।

১৯৫০ এবং ১৯৬০ এর দশক জুড়ে মালদ্বীপবাসীরা জাতীয় সংগীতের জরূরত সম্পর্কে আরও সচেতন হয়েছিল এবং ১৯৭২ সালে মালদ্বীপ যুক্তরাজ্যের দ্বিতীয় রানী এলিজাবেথের পরিদর্শন করার অল্প সময়ের আগেই সরকার তাড়াতাড়ি একটি নয়া সুরের জন্য শ্রীলঙ্কার উস্তাদ অমরদেবকে নিযুক্ত করে। ১৯৬৮ সাল থেকে মালদ্বীপ একটি প্রজাত বিষয়টির উপর জোর দেওয়ার জন্য কয়েকটি পরিবর্তন সহ মূল গীতগুলি ধরে রাখা হয়েছিল। ২০১৮ পর্যন্ত সংগীতের এই সংস্করণটি কোনও পরিবর্তন ছাড়াই টিকে আছে।

গানের কথা[সম্পাদনা]

দিভেহি ( থানা ) নাসিরি রোমানাইজেশন তরজমা
"জাতীয় স্যালুট"



</br> ޤައުމީ ސަލާމް
ޤައުމީ މިއެކުވެރިކަން މަތީ ތިބެގެން ކުރީމެ ސަލާމް

ޤައުމީ ބަހުން ގިނަހެޔޮ ދުޢާ ކުރަމުން ކުރީމެ ސަލާމް

ޤައުމީ ނިޝާނަށް ޙުރުމަތާއެކު ބޯލަނބައި ތިބެގެން
އައުދާނަކަން ލިބިގެން އެވާ ދިދައަށް ކުރީމެ ސަލާމް

ނަސްރާ ނަސީބާ ކާމިޔާބުގެ ރަމްޒަކަށް ހިމެނޭ
ފެއްސާއި ރަތާއި ހުދާ އެކީ ފެނުމުން ކުރީމެ ސަލާމް

ފަޚްރާ ޝަރަފް ގައުމަށް އެހޯދައިދެއްވި ބަތަލުންނަށް
ޒިކްރާގެ މަތިވެރި ޅެންތަކުން އަދުގައި ކުރީމެ ސަލާމް

ދިވެހީންގެ އުންމެން ކުރި އަރައި ސިލްމާ ސަލާމަތުގައި
ދިވެހީންގެ ނަން މޮޅުވުން އަދައި ތިބެގެން ކުރީމެ ސަލާމް

މިނިވަންކަމާ މަދަނިއްޔަތާ ލިބިގެން މިޢާލަމުގާ
ދިނިގެން ހިތާމަތަކުން ތިބުން އެދިގެން ކުރީމެ ސަލާމް

ދީނާއި ވެރިންނަށް ހެޔޮހިތުން ހުރުމަތް އަދާކުރަމުން
ސީދާ ވަފާތެރިކަންމަތީ ތިބެގެން ކުރީމެ ސަލާމް

ދައުލަތުގެ އަބުރާ ޢިއްޒަތާ މަތިވެރިވެގެން އަބަދަށް

އައުދާނަވުން އެދި ހެޔޮދުޢާ ކުރަމުން ކުރީމެ ސަލާމް
Qaumee mi ekuverikan mathee thibegen kureeme salaam.

Qaumee bahun gina heyo dhu'aa kuramun kureeme salaam.

Qaumee nishaanah hurumathaa eku boalan'bai thibegen, Audhaa nakan libigen e vaa dhidha ah kureeme salaam.

Nasraa naseebaa kaamiyaabu ge ramzakah himeney, Fessaa rathaai hudhaa ekee fenumun kureeme salaam.

Fakhraa sharaf gaumah e hoadhai dhevvi bathalunnah, Zikraage mathiveri lhenthakun adhugai kureeme salaam.

Dhiveheenge ummen kuri arai silmaa salaamathugaa, Dhiveheenge nan molhu vun adhai thibegen kureeme salaam.

Minivankamaa madhaniyyathaa libigen mi 'aalamugaa, Dhinigen hithaama thakun thibun edhigen kureeme salaam.

Dheenaai verinnah heyo hithun hurumay adhaa kuramun, Seedhaa vafaatherikan mathee thibegen kureeme salaam.

Dhaulathuge aburaa 'izzathaa mathiveri vegen abadhah, Audhaana vun edhi heyo dhu'aa kuramun kureeme salaam.

আমরা সেলাম জানাই, হে ওতন, ঐক্যবদ্ধভাবে

আমাদিগের নিজস্ব জবানে নেক কামনা ও প্রাচুর্যসহ

তোমার সিতারা ও হেলালের কাছে আমাদিগের শির নত করিয়ে তাকতী লাল, সাদা, সবুজকে সালাম জানাই;

ফতে ও খুশনসীব তাহার একাই হোক বাতাসে আমাদিগের রওশন রঙ উড়িয়ে, আমরা আমাদিগের উচ্ছ্বসিত ঝাণ্ডাকে সালাম জানাইতেছি।

যেসব বীররা কওমের লাগিয়া ইজ্জৎ ও ফখর তলাশ করিতে চাহিয়াছিলেন ইয়াদযোগ্য আয়াতে আজ আমরা তাহাদিগকে সালাম দিতেছি।

মালদ্বীপের সরেজমীনের লাগিয়া শোহরৎ ও নেক হায়াৎ হোক আর মালদ্বীপীদিগের নাম আলিশান হোক

আমরা এই দুনিয়ায় তাহাদিগের আজাদী ও তরক্কী চাহি আর তাহাদিগের গোসসা থেকে মুক্তির লাগিয়া, আর এভাবেই আমরা সালাম জানাই।

দ্বীনআমাদের শাসকদিগের লাগিয়া পুরা এহতেরাম ও মোবারকবাদের সাথে, আমরা আপনাকে ন্যায়পরায়ণতা ও সাচ্চার সালাম জানাই।

দওলতের লাগিয়া হামেশা ইজ্জ​ৎ ও এহতেরাম হাসিল হোক। আপনার অব্যাহত তাকতের লাগিয়া নেক কামনার সাথে আমরা আপনাকে সালাম জানাই।

সাধারণত গান গাওয়ার সময় প্রথম তিনটি স্তবকই শুধু গাওয়া হয়ে থাকে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Maldives"। National Anthems। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-২৫ 
  2. R. K. Radhakrishnan (২৮ জুন ২০১১)। "India honours doyen of modern Sinhala music"The Hindu। Colombo। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]