কে. কে. মনন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কে. কে. মনন দিল্লি হাইকোর্টের একজন সিনিয়র আইনজীবী। ২১ মার্চ ২০০৭-এ, তিনি দিল্লির বার কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হন এবং ২৫ আগস্ট ২০০৮ পর্যন্ত অফিসে অধিষ্ঠিত ছিলেন। [১] আগস্ট ২০১৪-এ তিনি পুনরায় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mr. K. K. Manan elected as new Chairman | Bar Council of Delhi"delhibarcouncil.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৪