কুলাউড়া পাহাড়

স্থানাঙ্ক: ২৪°২৪.৫৮৬′ উত্তর ৯২°০৪.৭৯২′ পূর্ব / ২৪.৪০৯৭৬৭° উত্তর ৯২.০৭৯৮৬৭° পূর্ব / 24.409767; 92.079867
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কুলাউড়া পাহাড় বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কার্মধা ইউনিয়নের বেগুণছড়া পুঞ্জিতে অবস্থিত একটি পাহাড়। এটা মূলত খাসিয়াদের গ্রাম। খাসিয়ারা গ্রামকে “পুঞ্জি” বলে। কালাপাহাড় সিলেট জেলার সব থেকে উচু পাহাড় যার উচ্চতা ১০৯৮ ফুট।

এখানে আরো অনেক পুঞ্জি আছে। তাছাড়া এখানে ছোট বড় আরো বেশ কত গুলো পাহাড় আছে। আরো আছে চা বাগান সহ আছে ছোট ছোট পরিষ্কার পানির ছড়া।

তথ্যসূত্র[সম্পাদনা]