কালীকিঙ্কর দে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কালীকিঙ্কর দে
কালীকিঙ্কর দে
জাতীয়তাব্রিটিশ ভারতীয়, ভারতীয়
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 ভারত
পরিচিতির কারণচট্টগ্রামের অস্ত্রগার আক্রমণের ব্যক্তি
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন

কালীকিঙ্কর দে ছিলেন চট্টগ্রাম যুব বিদ্রোহের নায়ক সূর্য সেনের সর্বকনিষ্ঠ অনুসারী। কালীকিঙ্কর ছাত্রাবস্থা থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে দৃঢ় বিশ্বাসী ছিলেন, যেখানে তিনি ১৯২৮ সালে যোগ দিয়েছিলেন। তিনি মাস্টারদা সূর্য সেনের একনিষ্ঠ অনুসারী ছিলেন। ম্যাট্রিকের পর তিনি আর উচ্চতর পড়াশোনা করেননি। তিনি আর্মারি রেইড, জালালাবাদ ও পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব রেইডে অংশগ্রহণ করেন। নিজের বাড়িতে ল্যান্ড মাইন বানিয়েছেন তিনি। তাঁর স্ত্রীও ছিলেন একনিষ্ঠ কর্মী। তিনি তার বাসভবনের চারপাশে একটি পুলিশ বেষ্টনী ভেঙে ফেলেন। তাঁর চাচা নিশিকান্ত দে এবং আরও তিনজন বিপ্লবীকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে, ১৯৩৩ সালের ১৩ ডিসেম্বর আন্দামানে নির্বাসিত মণিলাল দত্তের সাথে তাকে গ্রেপ্তার করা হয়।[১][২]

যাবজ্জীবন কারাদণ্ড[সম্পাদনা]

বিদগ্রাম অস্ত্র মামলার পরবর্তী মামলায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং আন্দামানে নির্বাসন দেওয়া হয়। ৫ বছর পর ১৯৩৮ সালের জানুয়ারিতে তাকে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনা হয়। তিনি ১৯৩৭ ও ১৯৩৯ সালে যথাক্রমে ৩৭ ও ৩৬ দিনের জন্য সেলুলার জেলে দ্বিতীয় এবং দমদম কেন্দ্রীয় কারাগারে আরেকটি অনশন ধর্মঘটে যোগ দেন। ১৯৪৫ সালে তিনি মুক্তি পান। মোট ১২ বছর জেল খাটতে হয়েছে তাঁকে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫১২। আইএসবিএন 978-8179551356 
  2. রায়, প্রকাশ (২০২০)। বিস্মৃত বিপ্লবীচেন্নাই: নোশনপ্রেস তামিলনাড়ুআইএসবিএন 978-1-63873-011-8