এ মারিয়াপ্পান মুদালিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এ মারিয়াপ্পান মুদালিয়ার একজন ভারতীয় রাজনীতিবিদ, সমাজসেবী এবং তামিলনাড়ুর বিধানসভার সদস্য ছিলেন। তিনি ১৯৫৭ সালে সালেম - আই আসন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে তামিলনাড়ু আইনসভায় নির্বাচিত হয়েছিলেন। [১]

তিনি সালেম জেলায় সেনগুন্থার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

মারিয়াপ্পান মুদালিয়র ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত আম্মাপেত্তাই তাঁতিদের সমবায় সমিতির সভাপতি ছিলেন। এই সমবায় সমিতিটি তামিলনাড়ুর প্রাচীনতম এবং বৃহত্তম। সমিতিটি হাজার হাজার তাঁতিদের অর্থনীতির উন্নতি করেছে। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Madras, 1957"। Election Commission of India। ২০১৯-০৯-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০২ 
  2. Mines, Mattison (১৯৮৪)। The Warrior Merchants: Textiles, Trade and Territory in South India। Cambridge University Press। পৃষ্ঠা 134–137। আইএসবিএন 9780521267144