এম. এ. হান্নান (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এম এ হান্নান (১১ এপ্রিল ১৯৩৫-১৫ জুন ২০২১) একজন জাতীয় পার্টি (এরশাদ) এর রাজনীতিবিদ এবং ময়মনসিংহ-৭ এর সাবেক সংসদ সদস্য।

এম এ হান্নান
ময়মনসিংহ-৭ আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০১৪ – ২০১৮
পূর্বসূরীরেজা আলী
উত্তরসূরীরুহুল আমিন মাদানী
ব্যক্তিগত বিবরণ
জন্ম১১ এপ্রিল ১৯৩৫
ময়মনসিংহ
মৃত্যু১৫ জুন ২০২১
রাজনৈতিক দলজাতীয় পার্টি (এরশাদ)

শৈশবকাল[সম্পাদনা]

হান্নান ১৯৩৫ সালের ১১ এপ্রিল ময়মনসিংহের ত্রিশালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। [১]

কর্মজীবন[সম্পাদনা]

হান্নান ২০১৪ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে ময়মনসিংহ-৭ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন [২]

অভিযোগ[সম্পাদনা]

৩১ শে অক্টোবর, ২০১৬-তে তার বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছিল [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "M.A. Hannan -এম. এ. হান্নান"Amarmp (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৯ 
  2. "M.A. Hannan -এম. এ. হান্নান History"Amarmp (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৯ 
  3. "Formal war crimes charges brought against MP Hannan"Dhaka Tribune। ৩১ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৯