বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/স্বয়ংক্রিয় পরীক্ষণ/২০২১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

MdsShakil[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ায় নিয়মিত অবদান রাখার চেষ্টা করে যাচ্ছি। আমি সাধারণত নতুন নিবন্ধ তৈরি এবং ধ্বংসপ্রবণতা বিরুদ্ধে কাজ করে থাকি, উইকিপিডিয়ায় আমার রোলব্যাক অধিকারটি রয়েছে। আমি কোন সম্পাদনা রোলব্যাক, নতুন নিবন্ধ তৈরি বা কোন সম্পাদনা করলে তা অপরিক্ষিত থেকে যায় এবং সেগুলো একজন টহলদাতাকে পরিক্ষিত করতে হয়। আমি স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি পড়েছি এবং আমার মনে হয় আমি অধিকারটির যোগ্য। আমি স্বয়ংক্রিয় পরীক্ষণ এর অধিকারপ্রাপ্ত হলে আমার দ্বারা করা সম্পাদনা এবং নতুন তৈরিকৃত পাতাগুলো পরীক্ষা ও টহল দেয়ার চাপ লাঘব হবে বলে আশা করি —শাকিল হোসেন আলাপ ১৭:৪০, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil: আপনার আলাপ পাতার পুরনো অনেক বার্তা খুব সম্ভব সংগ্রহশালায় স্থানাতর করেছেন। সেই সংগ্রহশালার লিংক আপনার আলাপ দিন। যাতে আমরা খুঁজে পেতে পারি।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৭:৫৪, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@RockyMasum: , এই দুটি —শাকিল হোসেন আলাপ ১৮:১৬, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে আশা করি বাংলা উইকিপিডিয়ায় আপনার সক্রিয়তা অব্যাহত থাকবে।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৭:১৭, ২৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@RockyMasum: ভাই, শাকিল ভাই এবং সাজিদ শরীফ ভাইয়ের আবেদনগুলোতে একটি ফলাফল এলেও, তাতে "প্রক্রিয়াধীন" লেখা রয়েছে। এটি হালনাগাদ করে দেওয়ার অনুরোধ করছি। — Meghmollar2017আলাপ০৬:৪০, ৩১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Meghmollar2017: করা হয়েছে। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৬:৪৩, ৩১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বাক্যবাগীশ[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

বিগত ৩ বছর ধরে আমি উইকিপিডিয়ার সঙ্গে যুক্ত আছি এবং নিয়মিত সম্পাদনা করার চেষ্টা করছি। আমি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী সম্পর্কে জ্ঞাত। আমার লেখা অথবা ইংরেজি থেকে অনূদিত নিবন্ধ গুলো স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হয়ে যাওয়ার যোগ্য বলে মনে করি, যা পর্যালোচকদের নতুন নিবন্ধ পর্যালোচনার কাজ লাঘব করবে। আমি স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি পড়েছি এবং মনে করি আমি এই অধিকারটি পাওয়ার যোগ্য। বাক্যবাগীশ (আলাপ) ০৬:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --মাসুম-আল-হাসান (আলাপ) ০৩:৩১, ২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ShazidSharif2001[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বেশ কিছুদিন ধরে বাংলা উইকিপিডিয়ায় অবদান রেখে আসছি। বিভিন্ন নিবন্ধে গঠনমূলক সম্পাদনাসহ বিভিন্ন বিষয়ে নিবন্ধ অনুবাদ করে আসছি। অনেক সময় নিজের অনুবাদকৃত নিবন্ধ দীর্ঘ সময় অপরীক্ষিত থেকে যায়। এছাড়া আমার অ্যাকাউন্টে রোলব্যাক অধিকারটি রয়েছে। এক্ষেত্রে আমি কোনো সম্পাদনা রোলব্যাক করলেও তা অপরীক্ষিত থেকে যায় এবং কোনো টহলদানকারী কর্তৃক তা পরীক্ষিত হতে হয়। এক্ষেত্রে অধিকারটি পেলে টহলদানকারীদের জন্য আমার সম্পাদনাগুলো এবং তৈরীকৃত নিবন্ধগুলো পর্যালোচনা ও টহল দেবার চাপ কমবে বলে মনে করি। সাজিদ (আলাপ) ১০:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 সমর্থন নিয়মিত ব্যবহারকারী এবং নীতিমালাও পুরন করেছেন →SHEKH (আলাপন) ০৪:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে। অনুবাদ ভালো, তবে মাঝে মধ্যে বাক্যে ত্রুটি হতে দেখেছি। সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন এই অনুরোধ করছি। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

মোহাম্মদ হাসানুর রশীদ[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ার সাথে দীর্ঘ দিন যাবৎ যুক্ত আছি এবং নিবন্ধ তৈরি ও সম্পাদনা করার চেষ্টা করছি। উইকিপিডিয়া স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি সম্পর্কে আমি জ্ঞাত। তাই আমি এই অধিকারের জন্য আবেদন করলাম। মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ০৮:৫৫, ২৫ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২২:২৭, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Syfur007[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি প্রায় বছরখানেক আগে থেকে উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করছি। প্রথমদিকে সম্পাদনার মান খারাপ হলেও সবসময়ই চেষ্টা করেছি গঠনমূলক সম্পাদনার মাধ্যমে উইকিপিডিয়ায় অবদান রাখতে। আমি স্বয়ংক্রিয় পরীক্ষণের অধিকার সম্পর্কে অবগত এবং মনে করি আমার এই অধিকার থাকলে নিবন্ধ পরীক্ষকদের উপর থেকে কাজের চাপ কমবে। — সাইফুর   🖂 আলাপ ১৬:১৫, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 সমর্থন সাইফুর বর্তমানে বাংলা উইকির নিয়মিত ব্যবহারকারীদের একজন। এই অধিকার পাওয়ার সকল শর্তও পুরন করেছে। এবং বর্তমানে ভাল মানের কাজও করছে দেখলাম। তাকে এই অধিকার দেয়াই যাই। — SHEIKH (আলাপন) ১৭:২৪, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২২:২৭, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@RockyMasum: ভাই, শাকিল ভাই এবং সাজিদ শরীফ ভাইয়ের আবেদনগুলোতে একটি ফলাফল এলেও, তাতে "প্রক্রিয়াধীন" লেখা রয়েছে। এটি হালনাগাদ করে দেওয়ার অনুরোধ করছি। — Meghmollar2017আলাপ০৬:৪০, ৩১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Laisurw2020[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বেশ কয়েকদিন ধরে উইকিপিডিয়ায় আছি এবং নিয়মিত অবদান রাখার চেষ্টা করছি। অনেক সময় আমার করা সম্পাদনা ও তৈরি নিবন্ধগুলো দীর্ঘ সময় ধরে অপরীক্ষিত থেকে যায়। আমি স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি পড়েছি। এই অধিকারটি পেলে আমার সম্পাদনা ও নিবন্ধগুলো স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হয়ে যাবে এবং পরীক্ষকদের এগুলো টহল ও পরীক্ষিত করার চাপ কমবে। ~ LaisurW ∎∎ (আলাপ📩) ০০:২৪, ২ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --মাসুম-আল-হাসান (আলাপ) ১৭:৩০, ৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@RockyMasum: ভাই, আমার একাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকারটি যুক্ত হয়নি। যুক্ত হয়েছে স্বয়ংপরীক্ষিত ব্যবহারকারী। ~ LaisurW ∎∎ (আলাপ📩) ১৮:০০, ৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক করা হয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০১, ৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ধন্যবাদ। ~ LaisurW ∎∎ (আলাপ📩) ১৮:০৬, ৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

FARMER[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বেশ কিছুদিন যাবত বাংলা উইকিপিডিয়ায় কাজ করছি। আমি প্রায়শই নতুন নতুন নিবন্ধ তৈরি করি (তার মধ্যে অল্প কয়েকটা নিবন্ধ যদিও ছোট; তবে আমি বড় নিবন্ধেও কাজ করি)। এছাড়া আমি কোন নিবন্ধে কোন টেমপ্লেটের প্রয়োজন পড়লে নতুন টেমপ্লেট তৈরি করি। এছাড়া বিভিন্ন টেমপ্লেট ও তার নথি তৈরি বা অনুবাদ করে থাকি। আমি উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি পড়েছি এবং এই অধিকারটি পেতে আমি আগ্রহী। এতে অন্যান্য ব্যবহারকারীদের টহল দিতে গিয়ে কাজের চাপ কমবে বলে আশা করি। ধন্যবাদ। FARMER 💬 ✒️ ০৬:১২, ১৬ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --- Ashiq Shawon (আলাপ) ০৯:৩৭, ১৯ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Mashkawat.ahsan[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

সুধী, আমি বিগত বেশ কয়েক বছর ধরে বাংলা উইকিপিডিয়ার সাথে সম্পৃক্ত আছি এবং নিবন্ধের মানোন্নয়নে নিয়মিত গঠনমূলক অবদান রাখার চেষ্টা করে যাচ্ছি। আমি উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি পড়েছি এবং স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারপ্রাপ্ত হলে আমার দ্বারা করা সম্পাদনা এবং নতুন তৈরিকৃত পাতাগুলো পরীক্ষা ও টহল দেয়ার চাপ লাঘব হবে বলে আশা করি। তাই আমি এই অধিকারের জন্য আবেদন করলাম। ধন্যবাদ। কৌতূহলী প্রযুক্তিবিদ (আলাপ) ০৬:৪১, ২২ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে। আশা করি, নতুন অধিকার প্রাপ্তি আপনাকে উইকিপিডিয়ায় আরও অধিকতর অবদান রাখতে উত্‌সাহ যোগাবে। ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৪:০২, ১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Asik12[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বিগত ৬ বছর যাবৎ উইকিপিডিয়ার সথে যুক্ত আছি। আমি তিন হাজার+ সম্পাদনা ও ১৫০+এরও বেশি নিবন্ধ তৈরি ও অনুবাদ করেছি। আমি এই অধিকারটির বিষয়ে ভালো ভাবে পড়ে দেখেছি। এক কথায় এই অধিকারটির দ্বারা নতুন পাতা সমূহে ও সাম্প্রতিক পরিবর্তনে টহলদানকারী উইকিপিডিয়ানদের টহল দেবার ক্লান্তি কিছুটা হলেও দূর হবে। Asik12 (আলাপ) ১৬:০০, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Asik12: আমি আপনার লেখা বেশ কয়েকটি নিবন্ধ পড়ে দেখলাম, অনুবাদ ভালো। তবে আইসল্যান্ডে ইসলাম, জুলাইবিব, ইউক্রেনে ইসলাম নিবন্ধে আমি কিছু ভুল (যান্ত্রিকতা ও রচনাশৈলীতে ত্রুটি) পেয়েছি। দয়া করে অনুবাদগুলি ঠিক করে নিন। এই অধিকার দেওয়ার আগে আমি নিশ্চিত হতে চাচ্ছি আপনি আপনার নিজের ভুল অনুবাদ ধরতে পারছেন ও তা ঠিক করে নিচ্ছেন। — রিয়াজ (আলাপ) ১৮:২১, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@RiazACU: নিবন্ধগুলো যান্ত্রিকতা দূরের সর্বোচ্চ চেষ্টা করেছি। একটু দেখতে পারেন এখন। — Asik12 (আলাপ) ০৫:১৯, ৩০ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Asik12:  করা হয়েছে, আপনার প্রতি অনুরোধ থাকবে কোনো নিবন্ধ তৈরির পর একাধিকবার পড়ে দেখবেন যাতে ভুল ত্রুটি থাকলে নজরে চলে আসে৷ আপনার উইকি যাত্রা অব্যাহত থাকুক। — রিয়াজ (আলাপ) ০৫:৪১, ৩০ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Sojol Rana[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আস্সালামুআলাইকুম, আমি দীর্ঘ ৩ বছরের অধিক সময় ধরে বাংলা উইকিপিডিয়ার সাথে আছি এবং বেশ কিছুদিন ধরে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছি। আমি ইতিমধ্যে ১০০টির অধিক নিবন্ধ তৈরি করেছি এবং আগামীতে আরো করবো ইনশাআল্লাহ। স্বয়ংক্রিয় পরীক্ষক কি সে ব্যাপারে আমি অবগত। আমাকে এই অধিকার দেয়া হলে আমার তৈরিকৃত নতুন নিবন্ধনগুলিতে টহল দেয়ার কাজের চাপ কমাবে। ধন্যবাদ। সজল রানা আলাপ ০৮:৫৪, ৩০ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০২, ৩০ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]