বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/রোলব্যাক/২০২৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Nazrul Islam Nahid[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

সবগুলো স্ক্রিপ্ট ইনস্টলের সময় ভুল বশত শুরুর দিকেই আমার হাতে রোলব্যাক স্ক্রিপ্টটি চলে আসে যা শুরুতে কয়েকবার ভুল ব্যবহারও করেছিলাম। বর্তমানে আমি এটি ব্যবহার করতে পারি। আমি ধ্বংসপ্রবণতা পাতাটিও পড়েছি।। #cvn-sw চ্যানেলের মাধ্যমেও আমি উইকিপিডিয়া সম্পাদনাগুলো মনিটরিং করি। - Nazrul Islam Nahid (আলাপ) ১৩:০৫, ১২ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:২২, ৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

Md.Farhan Mahmud[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

গত বছরের জানুয়ারি মাস থেকে আমি উইকিপিডিয়াসহ কয়েকটি উইকিতে নিয়মিত অবদান রাখছি। আমি প্রায় প্রতিদিনই উইকিতে টহলঘরে টহল দিই। আমি টুইংকল ও মোবাইল আনডু স্ক্রিপ্টের সাহায্যে নতুন পাতা ও সাম্প্রতিক সম্পাদনা টহল দিয়ে আসছি। কোন ধরনের নতুন উইকিপিডিয়ার নীতিমালাবিরোধী পাতা দেখলে আমি অপসারণ ট্যাগ এবং ভুল সম্পাদনা কিংবা ধ্বংসপ্রবণতা চোখে পড়লে আমি সাথে সাথেই তা বাতিল করি। আমি WP:রোলব্যাক পড়েছি। এবং কখন রোলব্যাক করতে হবে এবং কখন করা যাবে না এই সম্পর্কে অবহিত আছি। এছাড়া আমি অবহিত আছি যদি রোলব্যাক করি তাহলে আমি তার জবাব দিতে বাধ্য থাকব। সর্বোপরি, আমি মনে করি এই সুবিধা পেলে আমি ধ্বংসাত্মক ও ভুল সম্পাদনা বাতিল করতে আমার সুবিধা হবে। ধন্যবাদ! ≈ ফারহান  «আলাপ» ১৩:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছেইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

Tanbiruzzaman[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি ইতোমধ্যে টুইকলের রোলব্যাক/পুনর্বহাল সুবিধাটি ব্যবহার করে ধ্বংসপ্রবণতা রোধে কাজ করছি। তবে রোলব্যাক অধিকারের সুবিধাটি পেলে কাজগুলো করতে আমার জন্য আরও অনেক সুবিধাজনক হবে। wp:রোলব্যাক পাতায় দেওয়া সমস্ত নিয়মকানুন সম্পর্কে আমি অবগত, এবং কোনটা ধ্বংসপ্রবণতা আর কোনটা ধ্বংসপ্রবণতা নয়, সে সম্পর্কেও আমি অবগত। প্রশাসকের প্রতি: টুইংকলের উক্ত সুবিধাটির মাধ্যমে করা আমার ধ্বংসপ্রবণতারোধী অবদান দেখলে বুঝতে পারবেন, আমার করা ধ্বংসপ্রবণতারোধী রোলব্যাকে অন্য পর্যবেক্ষকদের নিরাশ হতে দেইনি।Tanbiruzzaman 💬 ০৪:২৭, ৩১ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৩২, ১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

FaysaLBinDaruL[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

বেশ কয়েকদিন ধরে সম্পাদনা পর্যালোচনা পরীক্ষা করতে গিয়ে রোলব্যাক অধিকার না থাকায় অনেক কিছু হাতে সম্পাদনা করতে হচ্ছে। একজন সয়ংক্রিয় পরীক্ষক ও নিরীক্ষক হিসেবে নিয়মিত একক রোলব্যাক করার অভিজ্ঞতা আছে। বর্তমানে এই অধিকার পেলে আরো বড় পরিসরে অগ্রহণযোগ্য সম্পাদনা বাতিল করতে সুবিধা হবে। উল্লেখ্য রোলব্যাকের নিয়ম সম্পর্কে আমি বহু আগে থেকেই অবগত আছি। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৯:১৪, ৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে - রিয়াজ (আলাপ) ১৯:২১, ৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

Borhan[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি টহল দেয়ার সময় অনিবন্ধিত বা নবাগত উইকিপিডিয়ান কর্তৃক ধ্বংসপ্রবণ সম্পাদনা লক্ষ্য করে থাকি। আমি টুইংকল ব্যবহার করে ধ্বংসপ্রবণতা রোধ করে থাকি। রোলব্যাক অধিকারটি আমার কাজকে সহজ করবে ও সময় বাঁচাবে। রোলব্যাক সম্পর্কে আমি অবগত। বোরহান (আলাপ) ১৯:৪৫, ২৫ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০২:১৮, ২৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]