বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/রোলব্যাক/২০১৮

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এম আবু সাঈদ[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

প্রায় তিন বছর যাবত আমি বাংলা উইকিপিডিয়ার সাথে সম্পৃক্ত আছি। বাংলা উইকিপিডিয়াতে এযাবৎ ৭৫০০+ সম্পাদনা করেছি। তাছাড়া নিয়মিত সম্পাদনা করার পাশাপাশি আমি আইপি থেকে এবং অন্যান্য ব্যবহারকারীর করা ধ্বংসপ্রবণ সম্পাদনা রোধে কাজ করে থাকি। উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে আমার ধারণা রয়েছে এবং তা মেনে চলারও চেষ্টা করি। এমনকি রোলব্যাকের অপব্যবহার নীতিমালা সম্পর্কেও আমি অবগত আছি। উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধে রোলব্যাক ছাড়াও কাজ করা যায়, তবে একই ব্যবহারকারীর একাধিক ধ্বংসপ্রবণতা রোধে রোলব্যাক অধিকারের প্রয়োজন বোধ করছি। পূর্বেও আমি আরেকবার এই অধিকারের জন্য আবেদন করেছিলাম। তাই অনুগ্রহপূর্বক আমাকে রোলব্যাক অধিকার দিয়ে বাধিত করবেন। আবু সাঈদ (আলাপ) ১৫:২৬, ১১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২৯, ১১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

TanvirH[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আসসালামু আলাইকুম,

আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত সম্পাদক। আমি উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে যথেষ্ট সচেতন এবং তা সবসময় মেনে চলি। বাংলা উইকিপিডিয়ায় আমার সম্পাদনা সংখ্যা প্রায় ৯০০০। বর্তমানে আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ এবং নিরীক্ষক অধিকার রয়েছে। উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধে কাজ করার জন্য আমি রোলব্যাক সুবিধার জন্য আবেদন করছি। Tanvir ০৮:০২, ২৬ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৪১, ২৭ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Fahim[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি এখন পর্যন্ত ৩৪৫৯ টা সম্পাদনা করেছি। আমি উইকিপিডিয়ার নিয়ম কানুন সম্বন্ধে সচেতন। এই অধিকার পেলে, বিশ্বকোষীয় নিবন্ধে ধ্বংসপ্রবণতা রোধ করতে পারব বলে আমি মনে করি। তাই আমি এই অধিকারের জন্য আবেদন করছি। Fahim fanatic (আলাপ) ০৫:৪৭, ১১ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে

ফেরদৌস০৪:৫৪, ১২ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Nafiur14[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

রোলব্যাকার অধিকারটি দিলে ভালো হত। অনেক সময় নতুন ব্যবহারকারীরা অনেক গুলো করে অযাচিত সম্পাদনা করে। তাদের সম্পাদনা বাতিল করা সময়সাপেক্ষ ব্যাপার হয়ে দাড়ায়। অধিকারটি দিলে সহজে করা যেত। একজন মহাপুরুষ (আলাপ) ১৮:৫৪, ১৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাব (আলাপ) ০৩:৩০, ১৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Riaz[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ হওয়ার ফলে অনেক ব্যবহারকারী (বিশেষ করে আইপি থেকে অবদানকারী) অপ্রয়োজনীয় ও ধ্বংসপ্রবণতামূলক সম্পাদনা করে, যেগুলো সাধারণ ব্যবহারকারীদের ফিরিয়ে আনা কষ্ট সাধ্য। আমাকে অধিকারটি দিলে উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধে চেষ্টা করবো। ধন্যবাদ হিমু (আলাপ) ১২:১৪, ১ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: আফতাব ভাই, অাবেদনটি বিবেচনায় নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। হিমু (আলাপ) ১৬:২০, ৫ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে অধিকারটি দিতে আমার তেমন কোন আপত্তি নাই। কিন্তু আপনি ৩০ দিনের মধ্যে এটি নিয়ে ৩বার অধিকারের আবেদন করেছেন। আপনার সর্বশেষ ব্যর্থ আবেদন ২৫শে নভেম্বর। যা উইকিপিডিয়ার ভাষায় হ্যাট কালেক্টিং-এর পর্যায়ে পরে।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:০২, ৫ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: নাহিদ ভাই, আপনার হয়তো ভুল হচ্ছে, আমি রোলব্যাক অধিকারের জন্য এই প্রথম আবেদন করেছি। পূর্বে স্বয়ংক্রিয় পরীক্ষণের জন্য আবেদন করেছিলাম যে। হিমু (আলাপ) ১৭:০৬, ৫ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আমার বুঝতে ভুল হয়নি। হ্যাট কালেক্টিং মানে হলো উইকিপিডিয়াতে অবদানের চেয়ে অধিকারের আবেদনেই বেশি নজর দেয়া। আমি উপরে রোলব্যাকের কথা বলিনি, বলেছি আপনি অধিকারের আবেদন করেছেন এবং ২৫ তারিখ নির্দিষ্ট করে বলেছি তারমানে স্বয়ংক্রিয় পরীক্ষণের আবেদনের কথাই বুঝিয়েছি। কম সময়ের মধ্যে বারবার অধিকারের আবেদন অন্য ব্যবহারকারীদের কাছে ভুল বার্তা দেয়। সে যাইহোক, আমার বলার উদ্দেশ্য ছিলো, আপনাকে ব্যাপারটা জানানো। আগেই যেহেতু বলেছি আপনাকে অধিকারটি দিতে আপত্তি নাই, তাই দিয়ে দিচ্ছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:২৩, ৫ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]