বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/নিরীক্ষক/২০২৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Md.Farhan Mahmud[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

২০২২ সালের জানুয়ারি মাস হতে আমি প্রথমে বাংলা উইকিপিডিয়া ও তারপর বেশ কয়েকটি উইকিতে নিয়মিত অবদান রাখছি / রাখার সর্বাত্মক চেষ্টা করছি। বর্তমানে আমার বাংলা উইকিপিডিয়াতে পর্যবেক্ষকরোলব্যাকার অধিকার রয়েছে। আমি নিরীক্ষক পাতাটি পড়েছি। জীবিত ব্যক্তির জীবনী, ধ্বংসপ্রবণতা , কপিরাইট, ব্যক্তিগত আক্রমণ আইনি হুমকি এবং কুৎসা সম্পর্কে আমার ধারণা রয়েছে। এছাড়া পর্যালোচনার নির্দেশাবলি পড়েছি আমি। মূলত অমীমাংসিত সম্পাদনা পর্যালোচনা করে অন্য নিরীক্ষকদের নিরীক্ষা কাজে সাহায্য এবং পুনর্নির্দেশনা ছাড়াই স্থানান্তরের সুবিধা ব্যবহার করার জন্য এই অধিকারটি আমার প্রয়োজন। প্রশাসকগণের দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনারা আমার এই আবেদন সফল হিসেবে চিহ্নিত করেন তবে আমার পর্যবেক্ষক অধিকারটি অপসারণ করে নিতে পারেন। ধন্যবাদ! ≈ ফারহান  «আলাপ» ১১:১৭, ১৯ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@Yahya , @আফতাবুজ্জামান ভাই আপনাদের উল্লেখ করলাম। আপনাদের মধ্যে কারোর মন্তব্য প্রত্যাশা করছি। ধন্যবাদ। ≈ ফারহান  «আলাপ» ১৬:৫১, ২০ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪৪, ২০ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাব ভাই আমার পর্যবেক্ষক অধিকারটি অপসারণ করে নিন। ≈ ফারহান  «আলাপ» ২৩:১৩, ২০ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

Tanbiruzzaman[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিপিডিয়ায় যদিও অমীমাংসিত পরিবর্তন তেমন একটা থাকেনা, তবুও ২/৩ টা যা এখনো বিদ্যমান সেগুলো নিরীক্ষণ করতে চাই, এবং বিশেষ করে পুনর্নির্দেশ ছাড়া পাতা স্থানান্তর সুবিধা অনেকাংশ ক্ষেত্রেই আমার জন্য জরুরি হয়ে পড়ে। যেমন এই স্থানান্তর দেখুন, এটা সাম্প্রতিক কিন্তু এর আগেও অনেক স্থানান্তরের ক্ষেত্রে এটি দরকার হয়েছিল (স্থানান্তর লগ দেখলে বুঝতে পারবেন)। → Tanbiruzzaman 💬 ০৯:১৯, ২৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে (আর এই অধিকারের ভিতর পর্যবেক্ষক অধিকারের সব সুবিধা থাকায় পর্যবেক্ষক সরিয়ে নেওয়া হয়েছে)। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৩, ২৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

খাত্তাব হাসান[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ায় বিভিন্নভাবে অবদান রাখতে চেষ্টা করি। অমীমাংসিত সম্পাদনা পরীক্ষণ ও পুনর্নির্দেশ ছাড়া পাতা স্থানান্তরের জন্য বিশেষ করে অধিকারটিতে আগ্রহী। আমি সংশ্লিষ্ট নীতিমালা সম্পর্কে জ্ঞাত আছি। যদিও আমি পরীক্ষার জন্য বর্তমানে সামান্য নিষ্ক্রিয় আছি (বা থাকার চেষ্টা করছি)। কিন্তু তবুও অধিকারটা আমাকে উইকিপিডিয়ায় অবদান রাখতে সহায়তা করবে বলে বিশ্বাস করে আবেদনটি করছি। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৯:৩৯, ৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --Yahya (আলাপ) ২১:৪৭, ৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

Borhan[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

অমীমাংসিত পরিবর্তনসমূহ পর্যালোচনা এবং বিশেষ করে পুনর্নির্দেশ ব্যতিত পাতা স্থানান্তর করার জন্য অধিকারটি প্রয়োজন। আমি নিরীক্ষক অধিকার সম্পর্কিত নীতিমালা (ধ্বংসপ্রবণতা, জীবিত ব্যক্তির জীবনী, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি) সম্পর্কে অবগত। এছাড়া আমার স্বয়ংক্রিয় পরীক্ষণরোলব্যাক অধিকার রয়েছে। বোরহান (আলাপ) ১৫:০৭, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ১৫:২১, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]