বিষয়বস্তুতে চলুন

ইসলাম চ্যানেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলাম চ্যানেল
ইসলাম চ্যানেল লোগো
উদ্বোধন২০০৪ সালের মার্চ
মালিকানামোহাম্মদ আলী হারাথ
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
ফ্রি স্যাটচ্যানেল ৬৯৩
স্কাইচ্যানেল ৮১৩
ইউরোস্যাট ২৮এ১১৩৮০ বনাম ২৭৫০০ ২/৩
ইউটেলস্যাট হট বার্ড ১৩বি১০৭২৩এইচ ২৯৯০০ ৩/৪
স্ট্রিমিং মিডিয়া
ব্রডব্যান্ডসরাসরি ইন্টারনেট সম্প্রচার

ইসলাম চ্যানেল হল একটি যুক্তরাজ্য ভিত্তিক, বিনামুল্যে প্রচারিত,ইংরেজি ভাষার ইসলাম কেন্দ্রিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যা বিজ্ঞাপন ও অনুদানের অর্থায়নে পরিচালিত হয়। ২০০৮ সালে যুক্তরাজ্যের একটি সরকারী গবেষণা থেকে প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ৯৭.৩% মুসলিম এই চ্যানেলটি নিয়মিত দেখে। চ্যানেলটি মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় সম্প্রচারিত হয় এবং তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও অনলাইনে সার্বক্ষণিক সরাসরি সম্প্রচার পাওয়া যায়।

জনপ্রিয় অনুষ্ঠানসমূহ[সম্পাদনা]

ইসলাম চ্যানেল উল্লেখযোগ্য সংখ্যক বেশ কিছু অনুষ্ঠান সম্প্রচার করে যেগুলো বিনোদন, সাম্প্রতিক বিষয়, সামাজিক কর্মকাণ্ড, নারী ইস্যু ও ইসলামিক শিক্ষা বিষয়ে আলোকপাত করে।

দ্য হাসান এন্ড হাবিবাহ শো[সম্পাদনা]

হাসান আস-সালীমি এবং হাবিবাহ এলাহি নাম্নী বিবাহিত দম্পতি হলেন দ্য হাসান এন্ড হাবিবাহ শো নামের বিভিন্ন সামাজিক বিষয়াবলীর আলোকে নির্মিত এই আলোচনা(টক শো) অনুষ্ঠানটির যৌথ উপস্থাপক-উপস্থাপিকা।[১]

ইসলাম চ্যানেল কর্তৃক আয়োজিত কনফারেন্স বা আলোচনা-অনুষ্ঠানসমূহ[সম্পাদনা]

গ্লোবাল পিস এন্ড ইউনিটি (বিশ্বশান্তি এবং ঐক্য)[সম্পাদনা]

যারা বক্তব্য রেখেছিলেন:

অনুষ্ঠানে জেইন ভিখা, আহমেদ বুখাতির এবং জুনাইদ জামশেদ সরাসরি ইসলামী নাশিদ পরিবেশন করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ":: Islam Channel :: - Programme Details"। ৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৮ 

বহিসংযোগ[সম্পাদনা]