আলাপ:মহামন্দা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Wakim32 কর্তৃক ৭ বছর পূর্বে "Depression অর্থ মন্দা?" অনুচ্ছেদে


Depression অর্থ মন্দা?[সম্পাদনা]

@Wakim32: ভাইয়া, উইকি ঘেঁটে যতদূর দেখলাম, Recession অর্থ করা হয় মন্দাDepression মন্দার চেয়ে বেশি, যাকে 'অর্থনৈতিক ধস' বলা যেতে পারে। তাহলে Great Depression কী হবে? আমি বিজ্ঞানের ছাত্র; অর্থনীতি-সম্পৃক্ত কেউ একটু ব্যাখ্যা করলে ভালো হয়। - রেজওয়ান (আলাপ) ১২:৫৩, ২ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেস অনুসারে Recession অর্থ মন্দা, যা স্বল্পকালীন বা প্রতিনিয়ত বাজারে যে দরপতন হয় তা। অন্যদিকে Depression or slump এর অর্থ দাড়ায় অতিমন্দা, যা দীর্ঘ মেয়াদী এবং এক বা একাধিক অর্থনীতিতে সংঘটিত হয়ে থাকে। কিন্তু দুইটাই অর্থনৈতিক মন্দা। ফলে বিংশ শতাব্দীর ত্রিশের দশকে প্রায় দশ বছর যাবত চলা সারা বিশ্বব্যপী সৃষ্ট অর্থনৈতিক মন্দাকে অর্থনীতিবিদগণ Great Depression বা মহামন্দা বলে আখ্যায়িত করেছেন। ওয়াকিম (আলাপ) ১০:২০, ৮ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন