আলাপ:বাংলাদেশের মন্ত্রিসভা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: St.teresa কর্তৃক ৫ বছর পূর্বে "বানান ও স্থানান্তর প্রসঙ্গে" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প বাংলাদেশ (মূল্যায়ন - মান তালিকা, গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী তালিকা-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

বানান ও স্থানান্তর প্রসঙ্গে[সম্পাদনা]

বাংলাদেশের সংবিধানবাংলা একাডেমি বাংলা বানান অভিধান অনুযায়ী শুদ্ধ বানান 'মন্ত্রিসভা'। তাই 'বাংলাদেশের মন্ত্রীসভা'কে 'বাংলাদেশের মন্ত্রিসভা' শিরোনামে স্থানান্তর করা হল। ধন্যবাদ। - St.teresa (আলাপ) ১০:২৪, ৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@St.teresa: সবই বুঝলাম কিন্তু এ ধরণের বেশ কিছু নিবন্ধে এমন বানান আছে, এমন নয় যে, এই একটি করলেই কাজ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার উচিত ছিল অন্যদের মতামতের জন্য অপেক্ষা করা। দয়া আগের অবস্থায় নিয়ে আসুন এবং অন্যদের মত অনুসারে এধরণের সবগুলো নিবন্ধ স্থানান্তর করা যাবে, অসুবিধা নেই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: সব অভিধান, দাপ্তরিক দলিলাদি তথা সংবাদ মাধ্যমে প্রচলিত বানান 'মন্ত্রিসভা'। অন্য অনেক নিবন্ধে যদি ভুল বানান থাকে, তাহলে তা সংশোধন হওয়া উচিত। আর যদি আপনি উইকিসংযোগের কথা বলে থাকেন, তাহলে পুনর্নির্দেশ করা তো আছেই। এখানে সমস্যার কিছু তো নেই। এই সামান্য স্থানান্তরও যদি এভাবে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে রাখতে চান, তাহলে বলার কিছু নেই। ধন্যবাদ। - St.teresa (আলাপ) ১০:৫২, ৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ কোথাও মন্ত্রিসভা বানান নিয়ে কোন বিতর্ক নেই; 'মন্ত্রিসভা' সর্বসম্মতভাবে শুদ্ধ বানান। বাংলা ব্যাকরণ অনুযায়ী ত্ব, তা, নী, ণী, সভা, পরিষদ, জগৎ, বিদ্যা, তত্ত্ব শব্দের শেষে যোগ হলে ই-কার হবে। যেমন— দায়িত্ব (দায়ী), প্রতিদ্বন্দ্বিতা (প্রতিদ্বন্দ্বী), প্রার্থিতা (প্রার্থী), দুঃখিনী (দুঃখী), অধিকারিণী (অধিকারী), সহযোগিতা (সহযোগী), মন্ত্রিত্ব, মন্ত্রিসভা, মন্ত্রিপরিষদ (মন্ত্রী), প্রাণিবিদ্যা, প্রাণিতত্ত্ব, প্রাণিজগৎ, প্রাণিসম্পদ (প্রাণী) ইত্যাদি। ধন্যবাদ। - St.teresa (আলাপ) ১১:৩০, ৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আমলাতান্ত্রিক জটিলতা বলতে কিছু নেই। উইকিপিডিয়াতে সব কিছুই ঐকমত্যের ভিত্তিতে হয়। শুধুমাত্র একটি নিবন্ধ হলে কোন সমস্যা ছিল না। কিন্তু মন্ত্রীসভা সম্পর্কিত আরও নিবন্ধ আছে যেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন আপনি যেটা করেছেন, সেটা হলো একটিতে বানান একরকম অন্য সবগুলোও আরেক রকম হয়েছে। বানান পরিবর্তন হওয়া নিয়ে আমার মন্তব্য ছিল না, ব্যাপারটা আলোচনা না করে নিজের মত করেছেন। অথচ, দু একদিন আগে আপনিই অভিযোগ করেছিলেন কেউ কেউ ইচ্ছামাফিক নাম পরিবর্তন করে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৪১, ৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: উইকিপিডিয়া:সাহসী হোন নীতিমালা অনুযায়ী আমার সম্পাদনা সঠিক, যেহেতু এই নিয়ে কোন বিতর্কের অবকাশ নেই বলে মনে করি। 'ইচ্ছামাফিক নাম' বলতে আমি "অনিরেপেক্ষ, মৌলিক ও অযাচাইযোগ্য" বানান বুঝিয়েছি। অপ্রচলিত "অনিরেপেক্ষ, মৌলিক ও অযাচাইযোগ্য" বানানের অন্য নিবন্ধগুলো সংশোধিত হওয়া উচিত। চাইলে আপনি করতে পারেন। আপনাদের আপত্তি না থাকলে আমিও করতে পারি। ধন্যবাদ। - St.teresa (আলাপ) ১১:৪৮, ৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন