বিষয়বস্তুতে চলুন

আলাপ:তীর-ধনুক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: EditBangla কর্তৃক ৫ বছর পূর্বে "ধনু বনাম ধনুক" অনুচ্ছেদে

ধনু বনাম ধনুক[সম্পাদনা]

এ নিবন্ধের শিরোনাম ছিল তীর-ধনুক। মূল শব্দ ধনু, ধনুক কথ্য রূপ। তাই ধনুকের বদলে ধনু ব্যবহার করা হয়: নিবন্ধের শিরোনাম করা হয় তীর-ধনু। এর পরিপ্রেক্ষিতে একজন সম্পাদক মন্তব্য করেছেন, “ধনুঃ' শব্দের চলিত রূপ 'ধনুক'। উইকিপিডিয়ার উদ্দেশ্য হলো সাবলীল এবং প্রাঞ্জল ভাষায় তথ্য উপস্থাপন। সেদিক বিবেচনায় সাধু ভাষা অবশ্যই বর্জনীয়। উপরন্তু প্রবন্ধটি চলিত ভাষায় লেখা।” - এ সূত্রে বলা দরকার যে, লিখিত ভাষার দুটি রূপ আছে যথা সাধু ও চলিত। কিন্তু বিশেষ্য শব্দের সাধু ও চলিত রূপ হয় না। শব্দের কথ্য রূপ আছে এবং আঞ্চলিক রূপ আছে। ধনুকের পরিবর্তে ধনু ব্যবহার প্রসঙ্গে বলা যেতে পারে যে ধনু শব্দটির ন্যায় ধনুকও প্রচলিত এবং অভিধানসিদ্ধ। কিন্তু প্রথমতঃ ধনু মূল শব্দ এবং দ্বিতীয়ত: সংশ্লিষ্ট শব্দসমূহ যথা ধনুরাশি, ধনুর্ভঙ্গপণ, ধনুষ্টংকার, ধনুর্বান, ধনুশাখা, ধনুর্বিদ্যা, ধনুর্গুণ, ইত্যাদির বিবেচনায় ধনুকের পরিবর্তে ধনু ব্যবহার করাই শ্রেয়। নিবন্ধ চলিত ভাষায় লেখা বলে ধনুর পরিবর্তে ধনু ব্যবহারের যুক্তি দেখি না। - EditBangla (আলাপ) ১৭:১০, ৮ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

  • ‘সংসদ্ বাঙ্গালা অভিধান’-এ ধনুঃ শব্দের সাথে ‘(চলিত) ধনু’ লিখে অর্থ বলা হয়েছে— ‘যাহা হইতে তীর নিক্ষেপ করা হয়’। ঠিক তারপরেই ‘ধনুক’ শব্দের অর্থে দেয়া আছে— ‘ধনু-এর বাঙ্গালা চলিত রূপ। ধনুক-ভাঙ্গা পণধনুর্ভঙ্গ পণ-এর অনুরূপ।’

বোঝাই যাচ্ছে ‘ধনুঃ’ (উচ্চারণ: ধোনুস্) সংস্কৃত শব্দ। তাহলে কি ‘ধনু’ তৎসম শব্দ? এ সম্পর্কে আমার তেমন ধারণা নেই। যতদূর জানি, ‘তাহার সমান’ হতে ‘তৎসম’-এর উৎপত্তি। তাহলে ‘ধনুঃ’-র তৎসম হওয়া উচিত ‘ধনুঃ’ যা উচ্চারিত হবে ধোনুস্। কিন্তু 'ধনু' উচ্চারিত হয় ধোনু হিসেবে। তাই এটা তৎসম নাকি তদ্ভব সে বিষয়ে আমি সন্দিহান। বাংলা ভাষায় অনার্স-মাস্টার্স করা কেউ হয়তো সঠিক তথ্য দিতে পারবেন।

তবে ‘ধনুক’ স্পষ্টতই তদ্ভব শব্দ। অনিবন্ধিত সম্পাদক সাধু ও চলিত ভাষা বলতে বোধহয় ‘গুরুচন্ডালী ভাষা দোষে দুষ্ট’ বুঝিয়েছেন। এই ‘গুরুচন্ডালী ভাষা দোষে দুষ্ট’ হবার জন্যে বাংলা গদ্যের প্রথম পর্যায়ের কোনো কোনো গদ্য লেখককে বিদ্রুপ করে বলা হতো— 'শব-পোড়া, মড়া-দাহের দল' । হবে মূলতঃ 'শব-দাহ' আর 'মড়া-পোড়া'। উদাহরণটা এইজন্য দিলাম যে, বাংলা ভাষায় সাধু ও চলিত শব্দরীতিতে ব্যাপক পার্থক্য বিদ্যমান। সাধুরীতি তে যেখানে ‘ধরণী’ ব্যবহৃত হয়, চলিতে সেখানে ব্যবহৃত হয় ‘পৃথিবী’। অন্যথায় লেখাটি ‘গুরুচন্ডালী দোষে দুষ্ট’ হবে। উল্লেখ্য যে, চলিতে শব্দের তদ্ভব এবং সাধুর ক্ষেত্রে তৎসম রূপ ব্যবহৃত হয়।

যাহোক, ‘ধনুঃ’ সংস্কৃত শব্দ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মন্তব্যকারী সম্পাদক এক্ষেত্রে সঠিক। তবে ‘ধনু’ তৎসম ভাষাশ্রেণীর, এমন কিছু কোথাও লেখা পাইনি আমি। বরং অভিধানে বন্ধনীতে 'চলিত' লেখা আছে। অতএব এটির তদ্ভব হবার সম্ভাবনা প্রবল। অন্যদিকে ‘ধনুক’ শব্দটি বর্তমানে সর্বাধিক প্রচলিত। তাই অবশ্যই এটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু ‘ধনু’ ব্যবহারেও তেমন কোনো সমস্যা দেখছি না। তবে ‘প্রথমতঃ ধনু মূল শব্দ এবং দ্বিতীয়ত: সংশ্লিষ্ট শব্দসমূহ যথা ধনুরাশি, ধনুর্ভঙ্গপণ, ধনুষ্টংকার, ধনুর্বান, ধনুশাখা, ধনুর্বিদ্যা, ধনুর্গুণ, ইত্যাদির বিবেচনায় ধনুকের পরিবর্তে ধনু ব্যবহার করাই শ্রেয়।’ কথাটি খুব একটা যুক্তিযুক্ত নয়। কারণ উপরে উল্লেখ করেছি। - ইফসাদ স্বাধীন (আলাপ) ২০:১৩, ৮ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

  • আমরা “বাংলা ভাষায় অনার্স-মাস্টার্স করা” কারো জন্য অপেক্ষা করতে পারি; কিন্তু ইত্যবসরে সাধারণ জ্ঞান ব্যবহারে আপত্তির কারণ দেখি না। ধন্ ক্রিয়াপদ থেকে যে সকল শব্দের উদ্ভব অভিধানে সেগুলোর মধ্যে ধনুঃ, ধনু ও ধনুক সবই আছে। সংসদ বাংলা অভিধান ‘ধনু এবং ‘ধনুঃ কে একসঙ্গে উল্লেখ করেছে অভিন্ন বিবেচনায়। ধনুক-কে ‘ধনুর চলিত বাংলা রূপ’বলে দায়িত্ব শেষ করেছে। কিন্তু সংস্কৃত ‘ধনু বাঙ্গালা ভাষায় ‘ধনুক’ হয়ে গেল কি নিয়মে তা নিয়ে মাথা গরম করে নি। হয়তো স্থানাভাব। ধনু শব্দটি সংস্কৃতমূলক অতঃএব √ধন্ + উ = ধনু হওয়ারই কথা। কিন্তু ধনুক শব্দটির এবম্বিধ বিশ্লেষণ কি সম্ভব? ধনুঃ + ষ্ণ = ধনুক ভাবলে ঠিক হবে কি? কিংবা ধনুস্ + ক? বাংলা ভাষায় অনার্স-মাস্টার্স করা পণ্ডিত কিংবা তদীয় শিক্ষক এ বিষয়ে সিদ্ধান্ত দিন। স্মরণীয় যে হিন্দিতে ‘ধনু’ ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় ‘ধনুক’। ধনুক একটি হিন্দি শব্দ বটে। হিন্দি থেকে বাঙলায় ধনুক এল নাকি? কিন্তু অন্যদিকে ‘ধনু’ ক্রিয়ামূলক শব্দ কারণ এর ব্যবহারে ধন্ (শব্দ) সৃষ্টি হয়। হতেই পারে। রামের ধনু ‘রামধনু’ বটে; আবার কিন্তু ইংরেজি Rainbow বঙ্গার্থ যে রঙধনু সেটিও ভুললে চলে না। যে ছিটেফোঁটা বাঙ্গালা ব্যাকরণ অদ্যাবধি লেখা হয়েছে তার দোহাই দিয়ে আর যাই হোক ধনু আর ধনুকের বংশনির্ণয় সুষ্পষ্টভাবে করা সম্ভব হচ্ছে না। ধনুক কে তদ্ভব বললে কি অধিকতর যুক্তিযুক্ত হয়? বাঙলা শব্দ বললেই বা দোষ কোথায়? - EditBangla (আলাপ) ০২:৩৮, ৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
  • @Ifsad: সংস্কৃত ও বাঙ্গালা উভয় ভাষায় সুপণ্ডিত শ্রদ্ধেয় যোগেশ বাবু জানাচ্ছেন সংস্কৃত ধনু’র শেষে ‘ক’ প্রত্যয় যোগে ‘ধনুক’ হয়: ধনু + ক= ধনুক। অতএব বাঙ্গালায় ধনু’র পরিবর্তে ‘ধনুক’ ব্যবহার সিদ্ধ। -- EditBangla (আলাপ) ০৪:৩২, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন