বিষয়বস্তুতে চলুন

আলাপ:উরি ব্যাংক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "আলোচনা ছাড়া কোনো নিবন্ধ সরাবেন না" অনুচ্ছেদে

আলোচনা ছাড়া কোনো নিবন্ধ সরাবেন না[সম্পাদনা]

এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ছিলাম একসময়; সেই সূত্রে এর নাম নিয়ে কোনো কোন ফিউশন নেই। এতদ্ব্যতীতও, নিবন্ধের সৃষ্টিকারীকে বা সম্প্রদায়ের সাথে কোনোরূপ আলাপ না-করে কোনো নিবন্ধ সরানোর কারণ কী? - Ashiq Shawon (আলাপ) ১২:১৭, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রথমেই দুঃখ প্রকাশ করছি আলোচনা ব্যতীত নিবন্ধের নামের বানান ঠিক করার উদ্দেশ্যে স্থানান্তর করার জন্য। স্থানান্তর করেছি ঠিকই তবে এতেতো নিবন্ধ মুছে যাচ্ছে না বা নিবন্ধ প্রণেতা পরিবর্তন হচ্ছে না? এই ব্যাংকের নাম 'উরি' হবে 'ওরি' নয়। ব্যাংকের সাইন বোর্ডে 'উরি ব্যাংক' লেখা আছে 'ওরি ব্যাংক' নয়। তাছাড়া, বাংলাদেশের সংবাদপত্রসমূহে 'উরি ব্যাংক' ব্যবহার করা হয়েছে (এখানে দেখুন- প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ, বনিক বার্তা, শেয়ার বিজ, বাংলা ট্রিবিউন ইত্যাদি)। এছাড়াও বাংলাপিডিয়াতেও এই নাম ব্যবহার করা হয়েছে (এখানে দেখুন)। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং নামের বানান পরিবর্তন করে দিবেন। ধন্যবাদ। রুবেল শেখ (আলাপ) ১৮:২৭, ১৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আশিক ভাই ব্যাংকটির একটি সাইনবোর্ডে উরি লেখা দেখলাম। আপনি একসময় প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন এটা নিশ্চয়ই কোন গ্রহণযোগ্য সূত্র হতে পারেনা। অনুগ্রহ করে আপনার মতের স্বপক্ষে কোন ডকুমেন্টস কিংবা লিংক পেশ করলে উত্তম হয়। ধন্যবাদ। ফেরদৌস১৪:২৬, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
উরি নামে নেয়া হল। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১৩, ১৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন