আর. পি. ডিয়েংডো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

R. P. Diengdoh

জন্ম
মৃত্যুনভেম্বর ৭, ২০০৭(২০০৭-১১-০৭)
জাতীয়তাIndian
দাম্পত্য সঙ্গীSati Mosha Blah
পুলিশ কর্মজীবন
আনুগত্য India
পুরস্কার Ashoka Chakra

আর. পি. ডিয়েংডো, এসি ছিলেন একজন ভারতীয় এবং মেঘালয়ের পুলিশের অফিসার, যিনি মরণোত্তর ভাবে ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কার অশোক চক্র দ্বারা ভূষিত হন।[১]

সাহসী কাজ[সম্পাদনা]

২০০৭ সালের নভেম্বর তিনি মেঘালয়ের জঙ্গল থেকে জঙ্গিদের নির্মূল করার জন্য একটি অভিযানের নেতৃত্ব দেন। প্রক্রিয়া চলাকালীন, তিনি একজন জঙ্গিকে হত্যা করেছিলেন এবং দু'জনকে ধরতে সহায়তা করেছিলেন, তবে বন্দুকের গুলিতে টানা আঘাত পান এবং পরে তিনি আহত হন। তাঁর বীরত্বের জন্য, তিনি মরণোত্তর ভাবে ভারতে সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কার অশোক চক্রকে ভূষিত করেছিলেন।[১]

অশোক চক্র পুরস্কার প্রাপ্ত[সম্পাদনা]

৬০ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ -২০০৯ চলাকালীন ২৬ জানুয়ারি, ২০০৯ এ নয়াদিল্লিতে আর. পি. ডিয়েনডোর স্ত্রী শ্রীমতি সতী মোশা ব্লাহ অশোক চক্র গ্রহণ করেন রাষ্ট্রপতি শ্রীমতি প্রতিভা দেবীসিংহ পাতিল এর কাছে।

ভারতের রাষ্ট্রপতি অশোক চক্রের উদ্ধৃতিতে উল্লেখ করেছিলেন যে ডিয়েংডো জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের সময় সর্বোচ্চ ত্যাগ করার ক্ষেত্রে কর্তব্য ও বীরত্বের প্রতি অনুকরণীয় উৎসর্গ প্রদর্শন করেছিলেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Meghalaya cop R P Diengdoh"। Rediff News। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৪  CS1 maint: discouraged parameter (link)
  2. "Ashoka Chakra awardees and their saga of gallantry"PIB, Government of India। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৪