আযম খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আযম খান
বাংলার সুবাহদার
কাজের মেয়াদ
১৬৩২ – ১৬৩৫
পূর্বসূরীকাসিম খান জুইনি
উত্তরসূরীইসলাম খান মাশহাদি

আযম খান বাংলার সুবাহদার ছিলেন। তিনি ১৬৩২ সাল থেকে ১৬৩৫ সাল পর্যন্ত বাংলার সুবাহদার হিসেবে দায়িত্ব পালন করেন।[১] তিনি ইরাদাত খান নামেও পরিচিত ছিলেন।[২]

আযম খানের আসল নাম ছিল মীর মুহম্মদ বাকির।[২] ইরাকের অধিবাসী এই মানুষটি জাহাঙ্গীরের শাসনামলে ভারতবর্ষে এসেছিলেন। জাহাঙ্গীর তাকে খান-ই-সামান পদে নিযুক্ত করেন। এরপর, তাকে কাশ্মীরের সুবাহদার পদে নিযুক্ত করা হয়।[২] এছাড়াও, তিনি মীর বখশী পদে নিযুক্ত হয়েছিলেন। শাহজাহান তাকে "আযম খান" উপাধিতে ভূষিত করেন ও প্রধান উজির পদে নিযুক্ত করেন।[২]

আযম খানের শাসনামলে বাংলায় অনেক পারস্যদেশীয় ব্যক্তির আগমন ঘটেছিল। তার আমলে ইংরেজরা শাসককুলের আনুকূল্য পেয়েছিল।[২] তার শাসনামলে বাংলার প্রশাসনিক ও সামরিক ক্ষেত্রে গোলযোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কেননা, আসামের তৎকালীন রাজা প্রতাপ সিংহ কামরূপে বারবার আক্রমণ করছিলেন। ফলশ্রুতিতে, তাকে বাংলার সুবাহদারের পদ থেকে অপসারণ করা হয় ও ইসলাম খান মাশহাদিকে বাংলার সুবাহদার হিসেবে নিযুক্ত করা হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নায়েব-নাজিম আমলে ঢাকা"ইত্তেফাক। ৩ জুন ২০১৯। ১১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "আযম খান"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯