আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাওলানা

আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল-আযহারী

রহ:
ব্যক্তিগত তথ্য
জন্ম২৯ মে ১৯৪২
টুকেরবাজার, সিলেট
মৃত্যু১৯ জানুয়ারি ২০২৪(2024-01-19) (বয়স ৮১)
ঢাকা
সমাধিস্থলমিরপুর ১১- জান্নাতুল মাওয়া কবরস্থান
ধর্মইসলাম
জাতীয়তাবাংলাদেশি
সন্তান৩ ছেলে ও ২ মেয়ে

ফাতেহা বিনতে আবদুল্লাহ

মাসঊদ বিন আবদুল্লাহ

মাহমুদ বিন আবদুল্লাহ

মার্জিয়া বিনতে আবদুল্লাহ

মারুফ বিন আবদুল্লাহ
পিতামাতা
  • মৌলভী সাঈদ উল্লাহ (পিতা)
  • কাফুরুন নেসা (মাতা)
জাতিসত্তাবাঙালি
যুগআধুনিক
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
প্রধান আগ্রহলেখালেখি সমাজসেবা
যেখানের শিক্ষার্থী
ঊর্ধ্বতন পদ

আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল-আযহারী (জন্ম:২৯ মে ১৯৪২- মৃত্যু: ১৯ জানুয়ারি ২০২৪) ছিলেন একজন বাংলাদেশি আলিম,মুক্তিযোদ্ধা,লেখক,অনুবাদক ও বক্তা।তিনি গণভবন ও সচিবালয় মসজিদের সাবেক ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের লেখক, গবেষক ও সম্পাদক। এছাড়াও তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড পুনর্গঠনে বিশেষ ভূমিকা রাখেন। প্রাজ্ঞ আলেম ও লেখক হিসেবে তাঁর বিশেষ সুনাম রয়েছে। তাঁর লিখিত, অনূদিত, সম্পাদিত পুস্তকাদির সংখ্যা শতাধিক।[১][২][৩][৪][৫] [৬] [৭]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর জন্ম ১৯৪২ সালের ২৯ মে সিলেটের টুকেরগাঁওয়ে। তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে ঢাকায় এসে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করেন।

কর্ম জীবন[সম্পাদনা]

তিনি ১৯৭৫ থেকে ২০০৫ সাল অবধি গণভবন ও সচিবালয় মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন।এছাড়াও তিনি লেখালেখি ও সম্পাদনার কাজের সাথে আমৃত্যু যুক্ত ছিলেন।তাঁর লিখিত, অনূদিত, সম্পাদিত পুস্তকাদির সংখ্যা শতাধিক।

অবদান[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মাও. আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর ইন্তেকাল"কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৭ 
  2. "মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর দাফন সম্পন্ন"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৭ 
  3. "আলেম মুক্তিযোদ্ধা মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর ইন্তেকাল"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৭ 
  4. "মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল আজহারী এর ইন্তেকাল"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৭ 
  5. "চলে গেলেন আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী"আওয়ার ইসলাম। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৭ 
  6. "আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর ইন্তেকাল"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৭ 
  7. "বীর মুক্তিযোদ্ধা মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর ইন্তেকাল"সিলেটের ডাক। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৭