বিষয়বস্তুতে চলুন

আঞ্জুম নোশিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আঞ্জুম নোশিন
দেশবাংলাদেশ
জন্ম২০০৪ (বয়স ১৯–২০)
খেতাবমহিলা ফিদে মাস্টার (২০১৯)
সর্বোচ্চ রেটিং২১২৩ (এপ্রিল ২০২২)

আঞ্জুম নোশিন (জন্ম: ২০০৪) হলেন একজন বাংলাদেশী দাবাড়ু, মহিলা ফিদে মাস্টার (২০১৯), বাংলাদেশী মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ বিজয়ী (২০২২)।

দাবা ক্যারিয়ার[সম্পাদনা]

২০১৯ সালে আঞ্জুম নোশিন মেয়েদের অনূর্ধ্ব-২০ বয়সী গ্রুপে বাংলাদেশী যুব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেন।[১] ২০২২ সালে তিনি বাংলাদেশী মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ জিতেন।[২] ২০২৩ সালে তিনি এশিয়ান জোনাল দাবা টুর্নামেন্টে ২য় স্থান অধিকার করেন।[৩]

২০২৩ সালে, বাকুতে আঞ্জুম নোশিন একক-এলিমিনেশন মহিলা দাবা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন এবং পোলীয় মহিলা গ্র্যান্ডমাস্টার মনিকা সোকোর কাছে প্রথম রাউন্ডে হেরেছিলেন।[৪]

আঞ্জুম নোশিন বাংলাদেশের হয়ে মহিলা দাবা অলিম্পিয়াডে খেলেছেন:

  • ২০২২ সালে, চেন্নাইতে ৪৪তম দাবা অলিম্পিয়াডে (মহিলা) দ্বিতীয় বোর্ডে (+৭, =১, -৪)।[৫]

২০১৯ সালে, তিনি মহিলা ফিদে মাস্টার উপাধিতে ভূষিত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]