আজিজুল ইসলাম (সংসদ সদস্য)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আজিজুল ইসলাম হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি যশোর-৬ আসনের সংসদ সদস্য।[১]

আজিজুল ইসলাম
২০২৩ সালে আজিজুল ইসলাম
জাতীয় সংসদ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১০ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীশাহীন চাকলাদার
সংসদীয় এলাকাযশোর-৬
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1995-04-15) ১৫ এপ্রিল ১৯৯৫ (বয়স ২৯)
কেশবপুর,যশোর জেলা, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তান১ ছেলে
পিতামাতাখন্দকার রফিকুজ্জামান

প্রারম্ভিক ও শিক্ষাজীবন[সম্পাদনা]

তিনি যশোর কেশবপুর উপজেলার একটি মুসলিম পরিবারে ১৫ এপ্রিল ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা খন্দকার রফিকুজ্জামান একজন সরকারি অফিসার ছিলেন। তার পিতা ২০১৬ সালে মৃত্যু বরন করেন। তার ৩ ভাই রয়েছে। তিনি কিশোর বয়সে আশরাফুল উলূম মাদরাসার হিফজ বিভাগে পড়াশোনা করেছেন। [২]

রাজনীতি জীবন[সম্পাদনা]

২৯ বছরেই ছাত্রলীগের আজিজুল যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হারিয়ে চমক দেখান ছাত্রলীগের সাবেক নেতা আজিজুল ইসলাম।[৩] [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "যশোরে চমক দেখিয়ে দুটিতে স্বতন্ত্র ও ৪টিতে নৌকার জয়"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৯ 
  2. "MD. AZIZUL ISLAM"Bangladesh Parliament। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪ 
  3. "২৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ এমপি হয়ে আলোচনায় আজিজ"দৈনিক ইত্তেফাক। ১০ জানুয়ারি ২০২৪। 
  4. "সবচেয়ে কম বয়সী এমপি যশোর-৬ আসনের আজিজুল ইসলাম"ডিবিসি নিউজ ২৪। ৯ জানুয়ারী ২০২৪।