বিষয়বস্তুতে চলুন

অ্যান্টিগুয়া মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যান্টিগুয়া মসজিদ
অ্যান্টিগুয়া মসজিদের নির্মানাধীন ভবন
অবস্থান
অবস্থানসেইন্ট জনস অ্যান্টিগুয়া ও বার্বুডা

অ্যান্টিগুয়া মসজিদ ক্যারিবীয় দেশ অ্যান্টিগুয়া ও বার্বুডায় অবস্থিত একটি মসজিদ। দেশটির রাজধানী সেন্ট জনসে অবস্থিত মসজিদটি সেদেশের প্রথম মসজিদ। অ্যান্টিগুয়া ও বার্বুডা আন্তর্জাতিক ইসলামিক সোসাইটি মসজিদ প্রকল্পটি দেখাশোনা করছে।

বর্ণনা[সম্পাদনা]

চিত্র:অ্যান্টিগুয়া মসজিদের নকশা পরিকল্পনা

মসজিদটি আরেরিকান রোডের পাশে সেন্ট জোন্সে অবস্থিত। প্রথমদিকে এটি একটি টিনশেডের ঘর ছিলো। পরবর্তীতে পাকা ভবন নির্মাণ করা হয়। ভবনের নকশা অনুযায়ী নির্মাণ কাজের এখনো অনেকটা বাকি আছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "New Masjid For Antigua And Barbuda"Caribbean Muslims (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০২০। সংগ্রহের তারিখ ২২ মে ২০২০