বিষয়বস্তুতে চলুন

অনুষ্কা শেট্টি গৃহীত পুরস্কার ও মনোনয়ন তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনুষ্কা শেট্টি গৃহীত পুরস্কার ও মনোনয়নের তালিকা
সর্বমোট[ক]
মনোনয়ন৩০
  1. নির্দিষ্ট পুরস্কার গোষ্ঠীগুলি কেবল একজন বিজয়ীকে পুরস্কার প্রদান করে থাকে না। তারা বেশ কয়েকজন পৃথক প্রাপককে স্বীকৃতি দিয়ে থাকে, যেখানে রানার্সআপ এবং তৃতীয় স্থানও রয়েছে। যেহেতু এটি একটি নির্দিষ্ট স্বীকৃতি এবং কোনো পুরস্কার হারানো থেকে পৃথক, তাই পুরস্কারের তালিকায় রানার-আপ হিসাবে উল্লেখগুলিকে জয় হিসাবে বিবেচনা করা হয়। নির্দিষ্ট বিভাগগুলিতে পুরস্কারগুলির জন্য পূর্ববর্তী মনোনয়ন থাকে না এবং কেবল বিজয়ীদের নাম জুরি কর্তৃক ঘোষিত হয়। তবে সরলীকরণ এবং ত্রুটিগুলি এড়ানোর জন্য এই তালিকার প্রতিটি পুরস্কারের জন্য পূর্ববর্তী মনোনয়ন ছিল বলে ধরে নেওয়া হয়।

অনুষ্কা শেট্টি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে কাজ করেন, যেখানে তিনি নিজেকে একজন নেতৃস্থানীয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চলচ্চিত্র শিল্পে সর্বাধিক পুরস্কার পাওয়া অভিনেত্রীর মধ্যে তিনি একজন। তিনবারের ফিল্মফেয়ার প্রাপক অনুষ্কা শেট্টি যথাক্রমে অন্ধ্রপ্রদেশতামিলনাড়ুর রাজ্য সরকার থেকে দুটি নন্দী পুরস্কার এবং একটি কলাইমামানি পুরস্কার লাভ করেন। এই তিনটি পুরস্কার দক্ষিণ ভারতের চলচ্চিত্রে যে কোন অভিনেতা বা অভিনেত্রীকে দেওয়া সর্বোচ্চ সম্মান বলে মনে করা হয়। অনুষ্কা শেট্টি এইসব পুরস্কার ছাড়াও বিভিন্ন পুরস্কার জিতেছে। অরুন্ধতী, বেদাম, রুদ্রদেবী এবং বাহুবলী ২: দ্য কনক্লুশন ছবিতে তার অভিনয়ের জন্য সমালোচকরা অত্যন্ত প্রশংসা করেছেন। অনুষ্কা শেট্টি ভারতের শ্রেষ্ঠ মহাকাব্যিক চলচ্চিত্র বাহুবলী সিরিজে কেন্দ্রীয় মহিলা চরিত্র হিসেবে অভিনীত জন্য বিশ্বব্যাপী তারকার গৌরব ও খ্যাতি অর্জন করে।

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

বছর ক্যাটেগরি পুরস্কার ছবি ফলাফল
২০০৫ সাল ফিল্মফেয়ার পুরস্কার সেরা সহযোগী নায়িকা – তেলুগু ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) সুপার মনোনীত
২০০৯ সাল ফিল্মফেয়ার পুরস্কার সেরা নায়িকা – তেলুগু ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) অরুণধুতি বিজয়ী
নন্দি বিশেষ জুরি পুরস্কার নন্দি পুরস্কার বিজয়ী
সিনেমা পুরস্কার সেরা নায়িকা (জুরি) সিনেমা পুরস্কার বিজয়ী
উগাদি পুরস্কার -সেরা নায়িকা মিথুন উগাদি পুরস্কার বিজয়ী
শান্তোসাম পুরস্কার -সেরা নায়িকা শান্তোসাম চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
সাউথ স্কোপ সিনে পুরস্কার - সেরা নায়িকা সাউথ স্কোপ সিনে পুরস্কার বিজয়ী
ভাম্‌সি চলচ্চিত্র পুরস্কার– সেরা নায়িকা ভাম্‌সি চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
বিজয় পুরস্কার-প্রিয় নায়িকা বিজয় পুরস্কার ভেট্টাইকরণ বিজয়ী
২০১০ সাল ফিল্মফেয়ার পুরস্কার সেরা নায়িকা – তেলুগু ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) ভেধাম বিজয়ী
সিনেমা পুরস্কার সেরা নায়িকা (জুরি) সিনেমা পুরস্কার বিজয়ী
শান্তোসাম সেরা নায়িকা পুরস্কার শান্তোসাম চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
ভাম্‌সি চলচ্চিত্র পুরস্কার– সেরা নায়িকা ভাম্‌সি চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
ফিল্মফেয়ার পুরস্কার সেরা নায়িকা – তেলুগু ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) নাগাভাল্লি মনোনীত
বিজয় পুরস্কার-প্রিয় নায়িকা বিজয় পুরস্কার সিংগম মনোনীত
২০১১ সাল ফিল্মফেয়ার পুরস্কার সেরা নায়িকা – তামিল ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) দৈভাথিরুমাগাল মনোনীত
সিমা পুরস্কার সেরা নায়িকা-তামিল দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার মনোনীত
বিজয় পুরস্কার-প্রিয় নায়িকা বিজয় পুরস্কার বিজয়ী
বিজয় পুরস্কার-প্রিয় নায়িকা বিজয় পুরস্কার মনোনীত
জয়া পুরস্কার-প্রিয় নায়িকা জয়া পুরস্কার বিজয়ী
ইটফা পুরস্কার -প্রিয় নায়িকা আন্তর্জাতিক তামিল চলচ্চিত্র পুরস্কার ভানাম মনোনীত
এডিসন পুরস্কার – সেরা নায়িকা এডিসন পুরস্কার মনোনীত
২০১২ সাল এডিসন পুরস্কার – সেরা নায়িকা এডিসন পুরস্কার থান্ডাভাম মনোনীত
সেরা নায়িকা পুরস্কার টি. শুভারামি রেড্ডি'র ললিতা কলা পরিষদ – টিভি৯ পুরস্কার ধামারুকাম বিজয়ী
ফিল্মফেয়ার পুরস্কার সেরা নায়িকা – তেলুগু ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) মনোনীত
সেরা নায়িকা – নারী হায়দ্রাবাদ টাইমস্‌ চলচ্চিত্র পুরস্কার মনোনীত
২০১৩ সাল বিজয় পুরস্কার-প্রিয় নায়িকা বিজয় পুরস্কার সিংগম২ মনোনীত
বিজয় পুরস্কার-সেরা নায়িকা বিজয় পুরস্কার ইরান্দাম উলাগাম মনোনীত
ফিল্মফেয়ার পুরস্কার সেরা নায়িকা – তেলুগু ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) মিরচি মনোনীত
অন্যান্য পুরস্কার ও সম্মাননা
  • ২০১১ সাল: তামিল নাড়ু স্টেট গভর্মেন্ট কর্তৃক কালাইমামানি পুরস্কার।[১]
  • ২০১১ সাল: টিএসআর ললিত কলা পরিষদ পুরস্কার।
  • ২০১২ সাল: র‍্যাঙ্কি ৩# বাঙ্গালোর টাইমস্‌ সর্বাধিক কাঙ্ক্ষিত মহিলা ২০১২ সাল-কান্নাদা।[২]
  • ২০১২ সাল: র‍্যাঙ্কি ৩# হায়দ্রাবাদ টাইমস্‌ সর্বাধিক কাঙ্ক্ষিত মহিলা ২০১২ সাল-তেলুগু।[৩]
  • ২০১২ সাল: র‍্যাঙ্কি ৫# চেন্নাই টাইমস্‌ সর্বাধিক কাঙ্ক্ষিত মহিলা ২০১২ সাল-তামিল[৪]
  • ২০১২ সাল: র‍্যাঙ্কি ৪৫# ইন্ডিয়ার সেরা ৫০-এর মধ্যে সর্বাধিক কাঙ্ক্ষিত মহিলা ২০১২ সাল।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Tamil Nadu Govt announces Kalaimamani awards"The Hindu। ২৮ জানু ২০১১। 
  2. "Bangalore Times Top 25 Most Desirable Women 2012"The Times of India। ২০ মে ২০১৩। 
  3. "Hyderabad Times Most Desirable Woman 2012"The Times of India। ১৩ মে ২০১৩। 
  4. "Chennai Times Most Desirable Women of 2012"The Times of India। ১৬ মে ২০১৩। 
  5. "Times top 50 Most Desirable Women of 2012"The Times of India। ২৯ এপ্রিল ২০১৩। 

বহিঃসংযোগ[সম্পাদনা]