ভেড়ামারা উপজেলা

স্থানাঙ্ক: ২৪°০′৫৮″ উত্তর ৮৮°৫৯′৩৫″ পূর্ব / ২৪.০১৬১১° উত্তর ৮৮.৯৯৩০৬° পূর্ব / 24.01611; 88.99306
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভেড়ামারা উপজেলা কুষ্টিয়া জেলার একটি প্রশাসনিক এলাকা। আয়তনের দিক থেকে এটি কুষ্টিয়া জেলার সবচেয়ে ছোট উপজেলা। এছাড়াও ভেড়ামারায় অনেক উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাংলাদেশের বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প ভেড়ামারা উপজেলায় অবস্থিত।

ভেড়ামারা
উপজেলা
মানচিত্রে ভেড়ামারা উপজেলা
মানচিত্রে ভেড়ামারা উপজেলা
স্থানাঙ্ক: ২৪°০′৫৮″ উত্তর ৮৮°৫৯′৩৫″ পূর্ব / ২৪.০১৬১১° উত্তর ৮৮.৯৯৩০৬° পূর্ব / 24.01611; 88.99306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলা প্রতিষ্ঠিত৭ জানুয়ারি ১৯৮২; ৪২ বছর আগে (1982-01-07)
জাতীয় সংসদ আসনবাংলাদেশ-৭৬, কুষ্টিয়া-২
সরকার
 • চেয়ারম্যানআবু হেনা মোস্তফা কামাল মুকুল[১]
আয়তন
 • মোট১৫৩.৭২ বর্গকিমি (৫৯.৩৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২)[২]
 • মোট২,২৫,০৪১
 • ক্রম৫ম
 • জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭০৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ৫০ ১৫
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

ভেড়ামারা উপজেলার উত্তরে নাটোর জেলার লালপুর উপজেলা, দক্ষিণে মিরপুর উপজেলা, পূর্বে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা, পশ্চিমে দৌলতপুর উপজেলা। ভেড়ামারা ২৪.০১৬৭° উত্তর ও ৮৮.৯৯১৭° পূর্বে অবস্থিত ও আয়তন ১৫৩.৭২ বর্গকিলোমিটার।

ইতিহাস[সম্পাদনা]

ব্রিটিশ আমলে ভেড়ামারা থানা হিসেবে প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে ১৯৮২ সালের জানুয়ারি মাসের ০৭ তারিখে উপজেলায় উন্নীত হয়।

নামকরণের ইতিহাস[সম্পাদনা]

ভেড়ামারার নামকরণ নিয়ে তেমন কোন সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে লোকমুখে প্রচলিত আছে অতীতে ভেড়ামারায় প্রচুর ভেড়া পালন করা হত।

মুক্তিযুদ্ধে ভেড়ামারা উপজেলা[সম্পাদনা]

ভেড়ামারা উপজেলায় ১৫৫ জন‌ মুক্তিযোদ্ধা রয়েছে।

ভৌগোলিক উপাত্ত[সম্পাদনা]

মৃত্তিকা[সম্পাদনা]

অত্র উপজেলার মৃত্তিকা স্তরে নমুনা বিশ্লেষণ করে দেখা যায় , বালি পাতলা ও মোটা মিশানো পলি, কাঁদা, নূড়িও কাঁকড় মিশানো দো’আঁশ মাটি, আর মাত্র কয়েক জায়গায় রয়েছে এঁটেল মাটির প্রলেপ। অত্র উপজেলার মাটি প্রকৃতিগত ভাবে অত্যন্ত উর্বর এবং ফসল উপযোগী।

নদ-নদী[সম্পাদনা]

পদ্মা নদী ভেড়ামারা উপজেলার সীমানার উপর দিয়ে বয়ে চলেছে। ভেড়ামারা উপজেলায় ২টি নদী আছে; এগুলো হচ্ছে , হিশনা-ঝাঞ্চা নদী]।[৩][৪] মূল্যবান বালি এবং পদ্মা নদীর মাছ গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

৪৩টি মৌজা ও ৮১টি গ্রাম নিয়ে গঠিত ভেড়ামারাতে ৬টি ইউনিয়ন রয়েছে; এগুলো হলোঃ

নং ইউনিয়ন পরিষদের নাম আয়তন (বর্গ কিলোমিটার) জনসংখ্যা চেয়ারম্যান স্থাপিত
০১ চাঁদগ্রাম ইউনিয়ন আব্দুল হাফিজ
০২ জুনিয়াদহ ইউনিয়ন ৩০.৪৮ ৩৫,৫৪০ মো: হাসানুজ্জামান
০৩ ধরমপুর ইউনিয়ন ৩৫,১৬৯ মোঃ সামছুল হক
০৪ বাহিরচর ইউনিয়ন ১৫ ২৪,৯১৫ মোছা: রওশন আরা বেগম
০৫ বাহাদুরপুর ইউনিয়ন ৫০.৫২ ৩৪,৬৭০ মোঃ মামুনুর রশিদ ১৯৬৩
০৬ মোকারিমপুর ইউনিয়ন ৩৮.৮৫ ৩৮,৮৭২ মোঃ আব্দুস সামাদ

নির্বাচনী এলাকা ও জনপ্রতিনিধি[সম্পাদনা]

ভেড়ামারা উপজেলা কুষ্টিয়া-২ সংসদ আসন। কুষ্টিয়া-২ সংসদ আসন ভেড়ামারা উপজেলা ও মিরপুর উপজেলা নিয়ে গঠিত।

জনপ্রতিনিধিদের তালিকা

চিকিৎসা ব্যবস্থা[সম্পাদনা]

ভেড়ামারা উপজেলায় চিকিৎসার জন্য সরকারি অর্থায়নে পরিচালিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন গ্রামে সুবিধা অনুযায়ী কমিউনিটি ক্লিনিক রয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য হারে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এর মধ্যে সনো ডায়াগনস্টিক সেন্টার, ভেড়ামারা উল্লেখযোগ্য।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

ভেড়ামারা উপজেলার সাক্ষরতার হার ৭৪ শতাংশ।

কলেজ[সম্পাদনা]

ভেড়ামারা উপজেলায় ০২টি সরকারি কলেজ সহ মোট ০৪টি কলেজ রয়েছে।

নং প্রতিষ্ঠানের নাম স্থাপিত ধরন
০১ ভেড়ামারা সরকারি কলেজ ১৯৬৫ সরকারি
০২ ভেড়ামারা সরকারি মহিলা কলেজ ১৯৯৪
০৩ ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজ ১৯৯৪ এমপিওভুক্ত
০৪ বি.জে.এম. ডিগ্রী কলেজ ১৯৮৬

কলেজিয়েট স্কুল[সম্পাদনা]

ভেড়ামারা উপজেলায় কোনো কলেজিয়েট স্কুল নেই।

মাধ্যমিক বিদ্যালয়[সম্পাদনা]

ভেড়ামারা উপজেলায় ০২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহ ২৯টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

নং প্রতিষ্ঠানের নাম স্থাপিত ধরন
০১ ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ১৯১৮ সরকারি
০২ ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১৯৫৯
০৩ জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয় ১৮৭২ এমপিওভুক্ত
০৪ বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ১৯২৪
০৫ বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১৯৮৫
০৬ দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় ১৯৬৬
০৭ রায়টা মাধ্যমিক বিদ্যালয় ১৯৮২
০৮ হালিমা বেগম একাডেমী ১৯৯১
০৯ মোকারিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়
১০ আব্দুলহক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১৯৭৭
১১ ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয় ১৯৭২
১২ হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৫
১৩ হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২০২১
১৪ কফেজান নেছা হাজি নেয়ামত উল্লাহ মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৯
১৫ তাহের মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৬
১৬ চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় ১৯৮৫
১৭ আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ১৯৭২
১৮ পরানখালী মাধ্যমিক বিদ্যালয় ১৯৭০
১৯ জগশ্বর মাধ্যমিক বিদ্যালয় ১৯৭১
২০ ধরমপুর মাধ্যমিক বিদ্যালয় ১৯৭৩
২১ এ.এস.কে.এম.পি. মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৯
২২ সাতবাড়ীয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় ১৯৫৮
২৩ পিডিবি মাধ্যমিক বিদ্যালয়
২৪ সবুজকলি মাধ্যমিক বিদ্যালয় ১৯৮৯
২৫ ডি.এম. মাধ্যমিক বিদ্যালয় ১৯৫৫
২৬ জে.এম মাধ্যমিক বালিকা বিদ্যালয়
২৭ রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২০১৭
২৮ পাটুয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৮
২৯ ফয়জুল্লাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বেসরকারি

মাদ্রাসা[সম্পাদনা]

ভেড়ামারা উপজেলায় ০৬টি মাদ্রাসা রয়েছে।

নং প্রতিষ্ঠানের নাম স্থাপিত ধরন
০১ ভেড়ামারা আলিম মাদ্রাসা ২০০৫ এমপিওভুক্ত
০২ বাহাদুরপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা ২০০০
০৩ পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসা ১৯৯৫
০৪ বাহিরচর ১৬ দাগ দাখিল মাদ্রাসা বেসরকারি
০৫ ইক্বরা ইবতেদায়ী মাদ্রাসা স্বতন্ত্র
০৬ দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা

অর্থনীতি[সম্পাদনা]

ভেড়ামারা উপজেলার অর্থনীতি কৃষি নির্ভর হলেও বর্তমানে মানুষজন শিল্পমুখী হয়ে উঠেছে।

কৃষি[সম্পাদনা]

এখানে প্রচুর কৃষিজ ফসল উৎপন্ন হয়। প্রধান ফসলের মধ্যে পাট, তামাক, আখ, ধান,গম উল্লেখযোগ্য। এছাড়াও ভূট্টা, মটর, মসুর, মাসকালাই, খেসারি,সরিষা ইত্যাদি ফসলও চাষ করা হয়। তাছাড়া এখানে উল্লেখযোগ্য হারে পান চাষ করা হয়।[৫]

শিল্প প্রতিষ্ঠান[সম্পাদনা]

ভেড়ামারায় অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। নিচে কিছু উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠান তুলে ধরা হলো।

নং শিল্প প্রতিষ্ঠানের নাম উৎপাদন অবস্থান
০১ ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কমবাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ উপাদনের ক্ষমতা ৪১০ মেগাওয়াট ১৬ দাগ
০২ বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র রামকৃষ্ণপুর
০৩
০৪
০৫
০৬
০৭
০৮
০৯
১০

২০১৫ সালে ভেড়ামারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) গড়ে তোলার কার্যক্রম শুরু হয়। ২০১৭ সালের ১০ জুন স্থানীয় জেলা প্রশাসন ৩১২ একর (১.২৬ কিমি) খাস জমির দলিল প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা এখনো বাস্তবায়ন হয়নি।[৬]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

সড়কপথ[সম্পাদনা]

রেলপথ[সম্পাদনা]

ভেড়ামারা উপজেলায় ০২টি রেলওয়ে স্টেশন রয়েছে। এই দুইটি হলো-

  1. ভেড়ামারা রেলওয়ে স্টেশন
  2. দামুকদিয়া ঘাট রেলওয়ে স্টেশন

উল্লেখ্য যে দামুকদিয়া ঘাট রেলওয়ে স্টেশনটি বিলুপ্ত হয়ে গেছে।

ভেড়ামারা রেলওয়ে স্টেশন

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ[সম্পাদনা]

দর্শনীয় স্থান ও স্থাপনা[সম্পাদনা]

নং নাম অবস্থান বৈশিষ্ট্য চিত্র
০১ হার্ডিঞ্জ ব্রিজ ব্রিটিশ আমলে নির্মিত রেল সেতু থাম্ব।
০২ লালন শাহ সেতু পদ্মা নদীর উপরে নির্মিত প্রথম সেতু
০৩ গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প
০৪ তিন গম্বুজ মসজিদ ধরমপুর
০৫ ঘোড়েশাহ মাজার
০৬ সোলেমান শাহ মাজার

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. নিউজ ডেস্ক (২০২৪-০৫-২১)। "দ্বিতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২২ 
  2. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (জুন ২০১৪)। "ভেড়ামারা এক নজরে"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি ও বেসিস। ২৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫ 
  3. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৯০, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯
  4. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬১২। আইএসবিএন 984-70120-0436-4 
  5. নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া (২০২৪-০৪-১০)। "ভেড়ামারায় পানের বরজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২২ 
  6. এএইচএম আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি (২০২৩-১১-২৯)। "আটকে আছে ভেড়ামারায় ইপিজেড গড়ার উদ্যোগ"আলোকিত বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]