বিশাল হরিয়ানা পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিশাল হরিয়ানা পার্টি (ইংরেজি : গ্রেটার হরিয়ানা পার্টি) ছিল ভারতের হরিয়ানা রাজ্যের একটি রাজনৈতিক দল, যার নেতৃত্বে ছিলেন রাও বীরেন্দ্র সিং।[১] এটি ২৩ সেপ্টেম্বর ১৯৭৮-এ কংগ্রেস (আই) এর সাথে একীভূত হয়। এটি হরিয়ানার প্রথম আঞ্চলিক দল ছিল এবং ১৯৬৭ সালে হরিয়ানা রাজ্য গঠনের ছয় মাস পরেই সফলভাবে নিজের মুখ্যমন্ত্রী তৈরি করেছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Congress regains power in Haryana"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-১৬। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৭