বব ব্ল্যাকম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাপ্তরিক প্রতিকৃতি, ২০২০

রবার্ট জন ব্ল্যাকম্যান সিবিই (জন্ম ২৬ এপ্রিল ১৯৫৬) [১] একজন ব্রিটিশ রাজনীতিবিদ যিনি ২০১০ সাল থেকে হ্যারো ইস্টের রক্ষণশীল সংসদ সদস্য (এমপি) ছিলেন। তিনি ২০১২ সাল থেকে ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির যুগ্ম নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[২] ব্ল্যাকম্যান ২০০৪ থেকে ২০০৮ সালের মধ্যে ব্রেন্ট এবং হ্যারোর লন্ডন অ্যাসেম্বলির (এমএলএ) সদস্য ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Blackman, Robert, (born 26 April 1956), MP (C) Harrow East, since 2010"WHO'S WHO & WHO WAS WHO (ইংরেজি ভাষায়)। ২০০৭। আইএসবিএন 978-0-19-954088-4ডিওআই:10.1093/ww/9780199540884.013.u45088। সংগ্রহের তারিখ ২ জুন ২০২১ 
  2. "New faces on Tory 1922 committee"BBC News। ১৭ মে ২০১২। ১৭ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৭