দেশ সেবক পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দেশ সেবক পার্টি ছিল ভারতের একটি রাজনৈতিক দল। এর নেতৃত্বে ছিলেন ভারতীয় জাতীয় সেনাবাহিনীর প্রবীণ নেতা জেনারেল মোহন সিং এবং কর্নেল গুরবকশ সিং ধিলন। অক্টোবর ১৯৪৯ সালে এটি নিখিল ভারত ফরওয়ার্ড ব্লকের সাথে একীভূত হয়। সিং এআইএফবি-এর ফরওয়ার্ড ব্লকের চেয়ারম্যান এবং ধিলন সাধারণ সম্পাদক হন।

সূত্র[সম্পাদনা]

  1. বোস, কে., ফরওয়ার্ড ব্লক, মাদ্রাজ: তামিলনাড়ু একাডেমি অফ পলিটিক্যাল সায়েন্স, ১৯৮৮।