ট্রান্সজর্ডানের সাধারণ নির্বাচন, ১৯৩৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৬ অক্টোবর ১৯৩৪ সালে ট্রান্সজর্ডানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।[১]

নির্বাচনী ব্যবস্থা[সম্পাদনা]

১৯২৮ সালের মৌলিক আইন একটি এককক্ষ বিশিষ্ট আইন পরিষদের জন্য প্রদান করে। প্রধানমন্ত্রীসহ ৬ সদস্যের মন্ত্রিসভায় ১৬ জন নির্বাচিত সদস্য যোগ দেন।[১] মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়েছিল।[১]

ফলাফল[সম্পাদনা]

ষোলজন নির্বাচিত সদস্য হলেন:

  • মাজেদ আল-আদওয়ান
  • ওয়াসেফ আল-বশারাত
  • মেথকাল আল-ফাইয
  • মাহমুদ আল-ফনিয়াশ
  • নাথমি আবদ আল-হাদি
  • মাহমুদ আল-ক্রেশান
  • রেফেফান আল-মাজালি
  • ফাওযী আল-মুলকি
  • আলহাজ্জ ফওজী আল-নাবেলসী
  • সালিহ আল-ওরান
  • আলহাজ্ব আসাদ আল-কালিল
  • সুলাইমান আল-কালিল
  • আবদুল্লাহ আল কুলায়ব
  • ফালাহ আল-তাহের
  • মেট্রি আল-জরাইকাত
  • হামাদ বিন জাযী

আফটারমেথ[সম্পাদনা]

ইব্রাহিম হাশেম একটি সরকার গঠন করেন যাতে ওদেহ আল-কসুস, সাইদ আল-মুফতি, শুকরি শাশাহ, হাশেম খিয়ার এবং কাসেম আল-হিন্দাভি অন্তর্ভুক্ত ছিল।[১] এটি কাউন্সিলের পূর্ণ মেয়াদ টিকে থাকা প্রথম সরকার।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]