এন. এস. রাঘাওয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাদাথুর সারঙ্গাপানি রাঘবন হলেন একজন ভারতীয় শিল্পপতি এবং ইনফোসিস টেকনোলজিসের সাতজন প্রতিষ্ঠাতার একজন,[১] ভারতে অবস্থিত একটি বিশ্বব্যাপী পরামর্শ ও আইটি পরিষেবা সংস্থা। কোম্পানিটি "ইনফোসিস কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড" হিসাবে নিগমিত হয়েছিল, যার নিবন্ধিত অফিস ছিল উত্তর-মধ্য পুনের মডেল কলোনিতে রাঘবনের বাড়ি।[১] রাঘবন ইনফোসিস কোম্পানির প্রথম অফিসিয়াল কর্মচারী এবং তিনি ২০০০ সালে যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। ইনফোসিস থেকে অবসর নেওয়ার পর তিনি এক বছর মুরুগাপ্পা গ্রুপে চেয়ারম্যান হিসেবে কাজ করেন।[২] কয়েকজন সহযোগীর সাথে তিনি ২০০০ সালে নাদাথুর হোল্ডিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট শুরু করেন।[৩] তিনি বর্তমানে আইআইএম ব্যাঙ্গালোরের এনএস রাঘবন সেন্টার ফর এন্টারপ্রেনিউরিয়াল লার্নিং (এনএসআরসিইএল) এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তার দুই ছেলে আছে যারা ব্যবসায়ী এবং উদ্যোক্তা শ্রীরাম নাদাথুর এবং আনন্দ নাদাথুর।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "rediff.com: The amazing success story of Infosys"। Specials.rediff.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৪ 
  2. "Murugappa Group | Corporate | Group Profile"। Murugappa.com। ২০০৯-১১-০১। ২০১৬-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৪  একের অধিক |archiveurl= এবং |আর্কাইভের-ইউআরএল= উল্লেখ করা হয়েছে (সাহায্য); একের অধিক |archivedate= এবং |আর্কাইভের-তারিখ= উল্লেখ করা হয়েছে (সাহায্য); একের অধিক |url-status= এবং |ইউআরএল-অবস্থা= উল্লেখ করা হয়েছে (সাহায্য)
  3. "About Us"। Nadathur Holdings। ২৮ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৮  একের অধিক |archiveurl= এবং |আর্কাইভের-ইউআরএল= উল্লেখ করা হয়েছে (সাহায্য); একের অধিক |archivedate= এবং |আর্কাইভের-তারিখ= উল্লেখ করা হয়েছে (সাহায্য)
  4. "Nadathur Investments Have a New Order"www.Forbesindia.com। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:Infosys