ইউনাইটেড ডেমোক্রেটিক পিপল'স ফ্রন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইউনাইটেড ডেমোক্রেটিক পিপলস ফ্রন্ট ছিল ভারতের পশ্চিমবঙ্গের একটি নির্বাচনী জোট, যা ১৯৫৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে গঠিত হয়েছিল। ফ্রন্টটি জনসংঘ, হিন্দু মহাসভা, ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (ঠাকুর) এবং স্বাধীন কংগ্রেস ভিন্নমতাবলম্বীদের একটি অংশ নিয়ে গঠিত ছিল।[১][২]

ইউডিপিএফ মোট ১০০ জন প্রার্থী দিয়েছে। যাদের মধ্যে জনসংঘ ৩২, হিন্দু মহাসভা ৩৭, আরসিপিআই (ঠাকুর) ২ ও ২৭ জন স্বতন্ত্র প্রার্থী। [৩] কোনো ইউডিপিএফ প্রার্থী কোনো আসনেই জিততে পারেনি।[৪]

পশ্চিমবঙ্গে জনসংঘ এবং একটি বামপন্থী দলের মধ্যে নির্বাচনী সহযোগিতার এটাই ছিল একমাত্র পরীক্ষা।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. M.V.S. Koteswara Rao. Communist Parties and United Front - Experience in Kerala and West Bengal. Hyderabad: Prajasakti Book House, 2003. p. 216.
  2. Economic Weekly: A Journal of Current Economic and Political Affairs14। জানুয়ারি ১৯৬২। পৃষ্ঠা 367। 
  3. Communist Party of India (Marxist). West Bengal State Committee। Election results of West Bengal: statistics & analysis, 1952-1991। The Committee। পৃষ্ঠা 301। 
  4. M.V.S. Koteswara Rao. Communist Parties and United Front - Experience in Kerala and West Bengal. Hyderabad: Prajasakti Book House, 2003. p. 217.
  5. M.V.S. Koteswara Rao. Communist Parties and United Front - Experience in Kerala and West Bengal. Hyderabad: Prajasakti Book House, 2003. p. 218.