যৌন পরিপক্বতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(যৌন পরিপক্কতা থেকে পুনর্নির্দেশিত)
কানাডার হাঁসে বয়স, লিঙ্গ এবং যৌন পরিপক্কতার চিত্রগুলি

যৌন পরিপক্কতা বা যৌন বয়ঃপ্রাপ্তি (ইংরেজি: Sexual maturity) বলতে সেই দশা বা বয়সকে বোঝায়, যখন কোন প্রাণী যৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি বা প্রজনন করার জন্য দৈহিক ও মানসিকভাবে পূর্ণতা লাভ করে। প্রচলিত ভাষায় একে "প্রাপ্তবয়স্ক হওয়া" বলা হয়। মানব প্রজাতির যৌন পরিপক্কতা তৈরী হওয়ার প্রক্রিয়াকে বয়ঃসন্ধি নামে নামকরণ করা হয। সাধারণত ছেলেদের ক্ষেত্রে ১০ এবং মেয়েদের ক্ষেত্রে ৯ বছরের পর থেকেই এসব পরিপক্কতা আরম্ভ হয়।

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]