মখদুম শাহ’র মাযার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মখদুম শাহ'র মাযার থেকে পুনর্নির্দেশিত)
মখদুম শাহ’র মাযার এর গম্বুজ

মখদুম শাহ'র মাযার [১] মূলতঃ সুফি-সাধক মখদুম শাহ দৌলা শহীদ-এর কবরস্থান যিনি খ্রিষ্টীয় ১২শ শতাব্দীতে বাংলাদেশে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। তিনি ঐতিহাসিক বারো আউলিয়ার একজন। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে পুরানো শাহী মসজিদের পাশ্ববর্তী কবরস্থানে এ মাযার অবস্থিত। স্থাপত্যরীতির বিবেচনায় এই মসজিদটি মুঘলপূর্ব যুগে নির্মিত হলেও দেয়ালগাত্রে কোন অভিলেখ না থাকায় এর নির্মাণকাল সম্পর্কে কোন সুস্পষ্ট ধারণা করা সম্ভব হয়নি। [২] এই মাযার সিরাজগঞ্জ জেলার অন্যতম দর্শনীয় স্থান।

আরো দেখুন[সম্পাদনা]

শাহ মখদুম রূপোশ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বিশষভাবে লক্ষ্যণীয় যে, এটি রাজশাহী শহরে অবস্থিত হজরত শাহ মখদুম রুপোশ -এর মাযার নয়।
  2. "সিরাজগঞ্জ জেলা তথ্য বাতায়ন"। ২৬ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১১