ফাতমা সামৌরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফাতমা সামুরা থেকে পুনর্নির্দেশিত)
ফাতমা সামৌরা
Marie-Sophie Reck
২০০৮ এ
ফিফা মহাসচিব
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০ জুন ২০১৬
পূর্বসূরীমার্কাস কাটনার (ভারপ্রাপ্ত)
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1962-09-09) ৯ সেপ্টেম্বর ১৯৬২ (বয়স ৬১)
সেনেগাল
জাতীয়তাসেনেগালি
পেশা

ফাতমা সাম্বা ডিউফ সামৌরা (জন্ম: ৯ সেপ্টেম্বর ১৯৬২) হলেন একজন প্রাক্তন সেনেগালি কূটনীতিক ও জেষ্ঠ নির্বাহী। ২০১৬ সালের ১৩ মে তিনি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো কর্তৃক ফিফার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন এবং একই বছরের ২০ জুন দায়িত্ব গ্রহণ করেন।[১] সামৌরা ফিফার প্রথম নারী সেক্রেটারি জেনারেল। এর আগে তিনি জাতিসংঘে বিভিন্ন পদে কাজ করেছিলেন। ২০১৮ সালে ফোর্বস তাদের আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সবচেয়ে শক্তিশালী নারীদের মধ্যে তাকে ১ নাম্বারে রাখে[২] এবং বিবিসি তাদের ১০০ নারীর তালিকায়ও তাকে রেখেছে।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৯৫ সালে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) যোগদানের পর, সামৌরা জিবুতি এবং ক্যামেরুনে কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।[৪] এছাড়াও তিনি রোমের ডব্লিউএফপির সদর দফতরেও কাজ করেছেন। তিনি কসোভো, লাইবেরিয়া, নিকারাগুয়া, সিয়েরা লিওন ও পূর্ব তিমুর সহ বেশ কিছু দেশে জরুরি ও জটিল সময়ে অবস্থান করেছিলেন।

২০০৭ সালের ১ নভেম্বর জাতিসংঘের মহাসচিব বান কি মুন, মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জন হোলমেসের পরামর্শে সামৌরাকে পূর্ব চাদের জন্য উপ মানবিক সমন্বয়কারী নিয়োগ করেছিলেন। তিনি আবেচি শহরে দায়িত্ব পালন করেন, যা সুদানের দারফুর অমীমাংসিত অঞ্চলের সীমান্ত থেকে মাত্র ৮০ কিলোমিটার পশ্চিমে। চাদে বর্তমানে ২৮০,০০০ এরও বেশি শরণার্থী এবং ১৭০,০০০ এরও বেশি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তি (আইডিপি) রয়েছে, তাদের বেশিরভাগ পূর্ব অঞ্চলের এবং তাদের পূর্নবাসন কাজ করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিলো।[৫] পূর্ব চাদে কর্মরত সাতটি জাতিসংঘের সংস্থা এবং ৪০ টিরও বেশি বেসরকারি সংস্থার (এনজিও) সমন্বয়ে গঠিত একটি দলকে সহায়তা এবং দিকনির্দেশনা প্রদান করা তার কাজের অন্তর্ভুক্ত ছিল।

ফিফা[সম্পাদনা]

২০১৬ সালের জুন মাস থেকে তিনি সংগঠনের বাণিজ্যিক ও কার্যকরী বিষয়ের সকল কর্মকাণ্ড তত্বাবধানের জন্য দায়ী ফিফা মহাসচিবের দায়িত্ব পালন করছেন। তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত মার্কাস কাটনারের স্থলাভিষিক্ত হন।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]