বিষয়বস্তুতে চলুন

স্যাস (সফটওয়্যার): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Kawsar.sustipe (আলোচনা | অবদান)
নতুন পৃষ্ঠা: ==='''কোডের উদাহরণ'''=== এখানে স্যাস কোডের "Hello, World!" program এর দুইটি উদাহর...
(কোনও পার্থক্য নেই)

১০:৪৮, ২৩ নভেম্বর ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ

কোডের উদাহরণ

এখানে স্যাস কোডের "Hello, World!" program এর দুইটি উদাহরণ দেয়া হল। প্রথমটা লগে Hello, World! দেখাবে, যেখানে দ্বিতীয়টা দেখাবে "Hello, World!" (including the quotation marks).

data _null_;
    put "Hello, World!";
run;

put "Hello, World!";

অন্যান্য প্রোডাক্টের সাথে তুলনা

২০০৫ সালে জার্নাল অফ ম্যারিজ অ্যান্ড ফ্যামিলি এর আর্টিকেলে এবং এর প্রতিযোগী Stata আর SPSS এর সাথে তুলনায় অ্যালান সি. একোক লিখেছেন, স্যাস প্রোগ্রামগুলো যোগান দেয় “অনন্যসাধারণ সীমার উপাত্ত বিশ্লেষণ এবং উপাত্ত ব্যবস্থাপনার কাজ”, কিন্তু এগুলো ব্যবহার করা এবং শেখা কঠিন। এদিকে, এসপিএসএস এবং স্ট্যাটা উভয়েই শেখা সহজ (ভালো ডকুমেন্টেশন সহ) কিন্তু কম বিশ্লেষণক্ষমতা সম্পন্ন, যদিওবা এগুলো বাড়ানো যায় মূল্য পরিশোধ করে (এসপিএসএস এ) বা বিনামূল্যের এড-অনস এর সাহায্য। একোক সার টেনেছেন এভাবে যে, স্যাস ক্ষমতাশালী ব্যবহারকারীদের জন্য সেরা, যেখানে মাঝেমধ্যে ব্যবহারকারীদের জন্য এসপিএসএস এবং স্ট্যাটা বেশি সুবিধা নিয়ে আসবে। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার তুলনায় ও একই ধরনের ফলাফল দেখায়।

রিভ্ল্যুশন অ্যানালাইটিক্স এবং আলপাইন ডাটা ল্যাব এর মত প্রতিযোগিরা তাদের প্রোডাক্টকে স্যাসের তুলনায় উল্লেখযোগ্য পরিমানে সস্তা হিসেবে প্রচার করে। ২০১১ সালে একটি তুলনায়, ইনফরমেশনউইক এর ডাগ হেনসেন পান যে, তিনটার জন্যই শুরু করার খরচ সমান, যদিও তিনি মানেন যে শুরুর খরচ তুলনা করার কোন প্রয়োজনীয় ভিত্তি নয়। স্যাসের বিজনেস মডেল এর শুরুর খরচ এটার প্রোগ্রামের মানে নয়, বদলে তারা বাৎসরিক মুনাফার উপর বেশি গুরত্ব দেয়।


গ্রহণযোগ্যতা

IDC এর মতে, ২০১৩ সালে “অ্যাডভান্সড অ্যানালাইটিক্সের” ৩৫.৪ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে সবচেয়ে বেশি মার্কেট শেয়ার ছিল স্যাস এর। এটা ৬.৯% শেয়ার নিয়ে বিজনেস ইন্টিলিজেন্স(BI) সফটওয়্যারগুলোর মধ্যে পঞ্চম বড় শেয়ারধারী এবং সবচেয়ে বড় স্বাধীন বিক্রেতা প্রতিষ্ঠান। এটি BI বাজারের পুঞ্জীভূত বড় কর্পোরেশনের যেমনঃ SAP Business Objects, IBM Cognos, SPSS Modeler, Oracle Hyperion এবং Microsoft BI এর সাথে প্রতিযোগিতা করে। স্যাস নাম পেয়েছে ডাটা ইন্টিগ্রেশনের জন্য গার্টনার লিডারের কোয়াড্রেন্টে এবং বিজনেস ইন্টিলিজেন্স এবং অ্যানালাইটিক্যাল প্লাটফর্মের জন্য। ২০১১ সালে প্রকাশিত BMC Health Service Research এর তিনটি জার্নাল থেকে পাওয়া ১১৩৯ টি নমুনা আর্টিকেলের ভিত্তিতে একটি গবেষণায় পাওয়া গেছে, ৪২.৬ শতাংশ স্বাস্থ্য সেবা গবেষণায় উপাত্ত বিশ্লেষণের জন্য স্যাস ব্যবহৃত হয়।[১]

  1. Dembe, A. E.; Partridge, J. S.; Geist, L. C. (২০১১)। "Statistical software applications used in health services research: Analysis of published studies in the U.S"BMC Health Services Research11: 252। ডিওআই:10.1186/1472-6963-11-252পিএমআইডি 21977990পিএমসি 3205033অবাধে প্রবেশযোগ্য