২০২১–২২ জার্মানি পুরুষ ক্রিকেট দলের স্পেন সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১–২২ জার্মানি পুরুষ ক্রিকেট দলের স্পেন সফর
 
  স্পেন জার্মানি
তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১ – ১১ সেপ্টেম্বর ২০২১
অধিনায়ক ক্রিস্টিয়ান মুনিয়োস-মিলস ভেংকটরমণ গণেশন
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে স্পেন ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান হামজা দার (১২০) ডিলান ব্লিগনট (৮২)
সর্বাধিক উইকেট রাজা আদিল ইকবাল (৬) বিষ্ণু ভারতী (৬)

জার্মানি পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য স্পেন সফর করে।[১] সিরিজের ম্যাচগুলো আলমেরিয়া প্রদেশের কুয়েভাস দেল আলমানসোরা এলাকার ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[১] এর আগে এ দুই দল সর্বশেষ ২০২০ সালের মার্চ মাসে একই ভেন্যুতে মুখোমুখি হয়েছিল, যে সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়েছিল।[২][৩] সিরিজটি জার্মানি দলের জন্য টি২০ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৪] সিরিজের প্রথম ম্যাচে জার্মানি জয়লাভ করলেও বাকি দুই ম্যাচে জয়ী হয় স্পেন।[৫]

দলীয় সদস্য[সম্পাদনা]

 স্পেন[৬]  জার্মানি
  • ক্রিস্টিয়ান মুনিয়োস-মিলস (অধি.)
  • আওয়াইস আহমেদ (উই.)
  • আতিফ মাহমুদ
  • ইয়াসির আলি
  • কুলদীপ লাল
  • চার্লি রুমিস্তশেভিচ
  • জুলকারনাইন হায়দার
  • জ্যাক পারম্যান
  • টম ভাইন
  • পল হেনেসি
  • মোহাম্মদ আসজাদ বাট
  • রবি পাঞ্চাল
  • রাজা আদিল ইকবাল
  • হামজা দার
  • ভেংকটরমণ গণেশন (অধি.)
  • অমিত শর্মা
  • আবদুল-শুকুর রহিমজাই
  • আসাদ মোহাম্মদ
  • আহমেদ ওয়ারদাক
  • গোলাম আহমদি
  • ডিলান ব্লিগনট
  • তালহা খান
  • নিলয় প্যাটেল (উই.)
  • নুরউদ্দিন মুজাদাদি
  • বিজয়শংকর চিক্কানাইয়া
  • বিষ্ণু ভারতী
  • সাহির নাকাশ
  • হরমনজোত সিং
  • হরিশ শ্রীনিবাসন (উই.)

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১০ সেপ্টেম্বর ২০২১
১১:০০
স্কোরকার্ড
স্পেন 
১২৮/৭ (২০ ওভার)
 জার্মানি
১৩২/৩ (১৮.১ ওভার)
হামজা দার ৩৯ (৩৩)
গোলাম আহমদি ২/১০ (৪ ওভার)
তালহা খান ৫১* (৪৪)
রাজা আদিল ইকবাল ২/২০ (৪ ওভার)
জার্মানি ৭ উইকেটে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: আদনান খান (স্পেন) ও ড্যারিন ক্লার্ক (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: তালহা খান (জার্মানি)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১১ সেপ্টেম্বর ২০২১
১০:০০
স্কোরকার্ড
জার্মানি 
১১৫/৯ (২০ ওভার)
 স্পেন
১১৬/৫ (১৮.১ ওভার)
ভেংকটরমণ গণেশন ৩০ (২৮)
চার্লি রুমিস্তশেভিচ ২/৮ (৪ ওভার)
আওয়াইস আহমেদ ৪৭ (২৯)
বিষ্ণু ভারতী ২/১৯ (৪ ওভার)
স্পেন ৫ উইকেটে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: আদনান খান (স্পেন) ও গর্ডন অ্যাশফোর্ড (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: চার্লি রুমিস্তশেভিচ (স্পেন)
  • স্পেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চার্লি রুমিস্তশেভিচ (স্পেন)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১১ সেপ্টেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
জার্মানি 
১১৯/৯ (২০ ওভার)
 স্পেন
১২০/৯ (১৯.৪ ওভার)
আবদুল-শুকুর রহিমজাই ৩১ (২৮)
চার্লি রুমিস্তশেভিচ ৩/১৫ (৪ ওভার)
হামজা দার ৫৯* (৫০)
ডিলান ব্লিগনট ২/১৮ (৩.৪ ওভার)
স্পেন ১ উইকেটে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: গর্ডন অ্যাশফোর্ড (স্পেন) ও ড্যারিন ক্লার্ক (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: হামজা দার (স্পেন)
  • স্পেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Germany and Denmark's Men's squad travel to Desert Springs for T20I series and training camp"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১ 
  2. "Germany to compete against Spain in T20 Matches at Desert Springs"ডেজার্ট স্প্রিংস রিসোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২০ 
  3. @DSCricketSpain (৮ মার্চ ২০২০)। "Cricket Germany and Cricket Espana win one game each in their T20 ODI games today" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  4. "Three ICC Men's T20 World Cup 2022 European Qualifiers cancelled due to COVID-19"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১ 
  5. "Surprise win for Spain in T20I series"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১ 
  6. @Cricket_Espana (৬ সেপ্টেম্বর ২০২১)। "Spanish squad selected for the three match series v Germany at Desert Springs on Sept 10th and 11th" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]