হ্যারি কেরি (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হ্যারি কেরি
Harry Carey
১৯১৯ সালে কেরি
জন্ম
দ্বিতীয় হেনরি ডিউইট কেরি

(১৮৭৮-০১-১৬)১৬ জানুয়ারি ১৮৭৮
মৃত্যু২১ সেপ্টেম্বর ১৯৪৭(1947-09-21) (বয়স ৬৯)
ব্রেন্টউড, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিউডলন সেমেটারি, দ্য ব্রংক্স, নিউ ইয়র্ক
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯০৯-১৯৪৭
দাম্পত্য সঙ্গীঅলিভ কেরি
(বি. ১৯২০; মৃ. ১৯৪৭)
সন্তান২, হ্যারি কেরি জুনিয়র সহ

হ্যারি কেরি (ইংরেজি: Harry Carey) নামে পরিচিত দ্বিতীয় হেনরি ডিউইট কেরি (১৬ জানুয়ারি ১৮৭৮ - ২১ সেপ্টেম্বর ১৯৪৭) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি নির্বাক চলচ্চিত্র যুগের শুরুর দিকের তারকাদের মধ্যে অন্যতম। তিনি নাট্যধর্মী মিস্টার স্মিথ গোজ টু ওয়াশিংটন (১৯৩৯) চলচ্চিত্রে সিনেট সভাপতি চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত এবং এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

কেরি অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল দ্য গ্রেট মোমেন্ট (১৯২১), ট্রেডার হর্ন (১৯৩১), ইউ অ্যান্ড মি (১৯৩৮), ডুয়েল ইন দ্য সান (১৯৪৬) এবং রেড রিভার (১৯৪৮)। ১৯৪০ সালে হেভেনলি এক্সপ্রেস নাটক দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয় এবং পরে তিনি আহ, ওয়াইল্ডারনেস (১৯৪৪) এবং বাট নট গুডবাই (১৯৪৪) মঞ্চ নাটকে অভিনয় করেন। তিনি প্রখ্যাত অভিনেতা হ্যারি কেরি জুনিয়রের পিতা।

বহিঃসংযোগ[সম্পাদনা]