হিউ জ্যাকম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিউ জ্যাকম্যান
ফেব্রুয়ারি ২০১৭-তে ২০১৭ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লোগানের বিশ্ব প্রিমিয়ারে জ্যাকম্যান
জন্ম
হিউ মাইকেল জ্যাকম্যান

(1968-10-12) ১২ অক্টোবর ১৯৬৮ (বয়স ৫৫)
সিডনি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
মাতৃশিক্ষায়তনওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান একাডেমি অব পারফর্মিং আর্টস
ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনি (বিএ)
পেশাঅভিনেতা, গায়ক, পরিচালক
কর্মজীবন১৯৯৪–বর্তমান
উচ্চতা৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার)
দাম্পত্য সঙ্গীডেবরা-লি ফার্নেস (বি. ১৯৯৬)
সন্তান

হিউ মাইকেল জ্যাকম্যান (জন্ম ১২ অক্টোবর ১৯৬৮)[১] একজন অস্ট্রেলিয়ান অভিনেতা, গায়ক, প্রযোজক। জ্যাকম্যান সুপারহিরো, ঐতিহাসিক এবং রোমান্টিক চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছেন। তিনি এক্স-মেন চলচ্চিত্র ধারাবাহিকে দীর্ঘ সময় ধরে চলা ভূমিকা উলভারিন চরিত্রে অভিনয় করেছেন, পাশাপাশি তিনি রোমান্টিক চলচ্চিত্র কেট অ্যান্ড লিওপোল্ড (২০০১), ভুতুড়ে-অ্যাকশন চলচ্চিত্র ভ্যান হেলসিং (২০০৪), জাদু-নাটকীয় বিষয়ক চলচ্চিত্র দ্য প্রেস্টিজ (২০০৬), মহাকাব্যিক কল্পকাহিনী নাটকীয় দ্য প্রেস্টিজ (২০০৬), মহাকাব্যিক ঐতিহাসিক রোমান্টিক নাটকীয় অস্ট্রেলিয়া (২০০৮), লে মিজেরাবল (২০১২) চলচ্চিত্র সংস্করণ, গোয়েন্দা-কাহিনী প্রিজনার্স (২০১৩), সঙ্গীতধর্মী দ্য গ্রেটেস্ট শোম্যান (২০১৭)-এর মতো চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তার লে মিজেরাবল কাজের জন্য তিনি প্রথমবারের মত শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন এবং ২০১৩-তে তার প্রথম সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার পান।

ব্রডওয়ে থিয়েটারে, জ্যাকম্যান দ্য বয় ফ্রম অজে তার ভূমিকার জন্য একটি টনি পুরস্কার জয় করেন। টনি পুরস্কারের নিজেদের একটি চারবারের উপস্থাপক, তিনি তার একটি উপস্থিতির জন্য এমি পুরস্কার লাভ করেন। জ্যাকম্যান এছাড়াও ২২ ফেব্রুয়ারি ২০০৯-এ ৮১তম একাডেমি পুরস্কার উপস্থাপনা করেন।

চলচ্চিত্র[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Monitor"। Entertainment Weekly (1228/1229)। Time Inc.। অক্টোবর ২০১২। পৃষ্ঠা 23। 

বহিঃসংযোগ[সম্পাদনা]