হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
২০২২-এর বিজয়ী: শেরিল লি রাল্‌ফ
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস
প্রথম পুরস্কৃত১৯৫৪
বর্তমানে আধৃতশেরিল লি রাল্‌ফ,
অ্যাবট এলিমেন্টারি (২০২২)
ওয়েবসাইটemmys.com

হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কার অনুষ্ঠানের শুরুর দিকে পার্শ্ব অভিনয়ের বিভাগগুলো নির্দিষ্ট ধারা বা লিঙ্গ অনুযায়ী ভিন্ন ছিল না। ২২তম প্রাইমটাইম এমি পুরস্কার থেকে হাস্যরসাত্মক ধারাবাহিকের পার্শ্ব অভিনেত্রীরা এককভাবে প্রতিযোগিতা করেছেন। যাই হোক, হাস্যরসাত্মক অভিনয়ে প্রায়ই মিনি ধারাবাহিক, টেলিভিশন চলচ্চিত্র, এবং অতিথি অভিনয়শিল্পীরাও প্রধান অভিনয়শিল্পী প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।

রিয়া পার্লম্যানডরিস রবার্টস এই বিভাগে সর্বাধিক তিনটি পুরস্কার অর্জন করেছেন। অন্যদিকে, রিয়া পার্লম্যান ও লরেটা সুইট এই বিভাগে সর্বাধিক ১০টি মনোনয়ন লাভ করেছেন। সাম্প্রতিক বিজয়ী শেরিল লি রাল্‌ফ অ্যাবট এলিমেন্টারি (২০২২) টিভি ধারাবাহিকে অভিনয় করে এই পুরস্কার অর্জন করেছেন।

বিজয়ী ও মনোনয়ন[সম্পাদনা]

নিচের তালিকায় প্রথমোক্ত নামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেত্রীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ অনুষ্ঠান প্রচারের বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

২০২০-এর দশক[সম্পাদনা]

বছর অভিনেত্রী ভূমিকা অনুষ্ঠান জমাকৃত পর্ব অন্তর্জাল
২০২০
(৭২তম)

[১]
অ্যানি মার্ফি অ্যালেক্সিস রোজ শিট্‌স ক্রিক "দ্য প্রেসিডেন্সিয়াল স্যুট" পপ টিভি
অ্যালেক্স বোরস্টাইন সুজি মেয়ারসন দ্য মার্ভেলাস মিসেস মেইজেল "মার্ভেলাস রেডিও" আমাজন
ডার্সি কার্ডেন জ্যানেট দ্য গুড প্লেস "ইউ'ভ চেঞ্জড, ম্যান" এনবিসি
বেটি গিলপিন ডেবি "লিবার্টি বেলে" ইগান গ্লো "আ ভেরি গ্লো ক্রিসমাস" নেটফ্লিক্স
মেরিন হিংকেল রোজ ওয়েইসম্যান দ্য মার্ভেলাস মিসেস মেইজেল "আ জিউইশ গার্ল ওয়াক ইনটু দ্য অ্যাপোলো..." আমাজন
কেট ম্যাককিনন বিভিন্ন চরিত্র স্যাটারডে নাইট লাইভ "হোস্ট: ড্যানিয়েল ক্রেগ" এনবিসি
ইভোন ওরজি মলি কার্টার ইনসিকিউর "লোকি লস্ট" এইচবিও
সিসিলি স্ট্রং বিভিন্ন চরিত্র স্যাটারডে নাইট লাইভ "হোস্ট: এডি মার্ফি" এনবিসি
২০২১
(৭৩তম)

[২]

হান্না ওয়াডিংহাম রেবেকা ওয়েলটন টেড ল্যাসো "অল অ্যাপোলোজিস" অ্যাপল টিভি+
এইডি ব্রায়ান্ট বিভিন্ন চরিত্র স্যাটারডে নাইট লাইভ "হোস্ট: রেজি-জিন পেজ" এনবিসি
হ্যানা আইনবাইন্ডার আভা ড্যানিয়েলস হ্যাকস "আই থিঙ্ক শি উইল" এইচবিও ম্যাক্স
কেট ম্যাকিনন বিভিন্ন চরিত্র স্যাটারডে নাইট লাইভ "হোস্ট: বিল বার" এনবিসি
রোজি পেরেজ মেগান ব্রিসকো দ্য ফ্লাইট অ্যাটেনড্যান্ট "অ্যারাইভাল অ্যান্ড ডিপারচার" এইচবিও ম্যাক্স
সিসিলি স্ট্রং বিভিন্ন চরিত্র স্যাটারডে নাইট লাইভ হোস্ট: আনিয়া টেলর-জয় এনবিসি
জুনো টেম্পল কিলি জোন্স টেড ল্যাসো "ফর দ্য চিলড্রেন" অ্যাপল টিভি+

একাধিকবার জয়ী অনুষ্ঠান[সম্পাদনা]

একাধিক পুরস্কার জয়ী অভিনেত্রী[সম্পাদনা]

একাধিক মনোনয়ন প্রাপ্ত অভিনেত্রী[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

টীকা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nominees/Winners | Television Academy"Academy of Television Arts & Sciences। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০২০ 
  2. "Nominees/Winners | Television Academy"Academy of Television Arts & Sciences। সংগ্রহের তারিখ জুলাই ১৩, ২০২১