হাইরাম বিঙাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাইরাম বিঙাম

হাইরাম বিঙাম (ইংরেজি: Hiram Bingham হায়্‌রাম্‌ বিঙাম্‌, পূর্বে ৩য় হাইরাম বিঙাম নামেও পরিচিত) ছিলেন (নভেম্বর ১৯, ১৮৭৫ - জুন ৬, ১৯৫৬) একজন মার্কিন শিক্ষাবিদ, অভিযাত্রী এবং গবেষক। তিনি ১৯১১ সালে ইনকাদের দুর্গনগরী মাচু পিচুর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। পরবর্তীতে বিঙাম কানেটিকাট রাজ্যের গভর্নর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেট সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।